অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৭ ডিসেম্বর: স্নান করতে নেমে পুকুরে তলিয়ে গেল যুবক। শুক্রবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম শহরের লোকালবোর্ড পুকুরে। ঝাড়গ্রাম শহরের কেশবডিহি এলাকার বাসিন্দা শিবু নামাতা(৩৬)। এদিন বিকেল চারটে নাগাদ পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যায়। প্রায় এক ঘন্টা কেটে গেলেও ঘটনাস্থলে এসে পৌছায়নি বিপর্যয় মোকাবিলা দপ্তর। ক্ষুব্ধ এলাকাবাসীরা।শেষ পর্যন্ত উদ্ধার কাজে নামল এলাকার যুবকরা।