লক্ষ লক্ষ টাকা তুলেছে তৃণমূল নেতা! তপনে রাতভর পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ আদিবাসীদের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৮ ডিসেম্বর: জমিজমা সংক্রান্ত বিবাদ সহ একাধিক বিষয় সমাধান করার নামে গ্রামের বাসিন্দাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনা জানিয়ে দীর্ঘ রাত পর্যন্ত রামপুর পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ শতাধিক আদিবাসীদের। মালদা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাসিন্দারা একত্রিত হয়ে বিক্ষোভ দেখিয়ে অভিযুক্ত তৃণমূল নেতার শাস্তির দাবি জানিয়েছেন। জানানো হয়েছে টাকা ফেরতের দাবিও। বৃহস্পতিবার দীর্ঘ রাত পর্যন্ত এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় তপনের হরসুরা গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায়। তবে এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের না হওয়ায় পুলিশ কোনও মন্তব্য করেনি।

বাসিন্দাদের অভিযোগ, তপন ব্লকের তৃণমূলের এসসি, এসটি সেলের ব্লক সভাপতি কমল টিগ্গা বাসিন্দাদের বিভিন্ন সমস্যা সমাধানের নামে টাকা আত্মসাৎ করত। সম্প্রতি হরসুরা গ্রাম পঞ্চায়েতের বানদিঘি এলাকার বাসিন্দা তথা ওই তৃণমূল নেতা একটি ধর্ষণের ঘটনার মীমাংসা করার নামে ৫ লক্ষ টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ। কিন্তু সমস্যার কোনও সমাধান আজও হয়নি। একইভাবে ২০১৭ সালে জমিজমা সংক্রান্ত কাগজপত্র ঠিক করার নামে হরসুরা গ্রাম পঞ্চায়েতের বানদিঘি এলাকার বাসিন্দা পরগনা মুর্মুর কাছে ৩ লক্ষ ৪৯ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করেছে ওই অভিযুক্ত তৃণমূল নেতা বলে অভিযোগ। যারপরে দীর্ঘ বছরেও সেসবের কোনও কাজ সম্পন্ন হয়নি বলে অভিযোগ। যেসব ঘটনার পরিপ্রেক্ষিতে টাকা ফেরতের দাবি জানিয়ে পুলিশ ফাঁড়ির সামনে দীর্ঘ রাত পর্যন্ত বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। পুলিশি আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হলেও ঘটনা নিয়ে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের না হওয়ায় পুলিশ সংবাদমাধ্যমের কাছে কিছু বলতে চায়নি।

পরগনা মুর্মু ও সুভাষ ওরাওরা জানিয়েছেন, গ্রামের মানুষের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ওই তৃণমূল নেতা লক্ষ লক্ষ টাকা তুলেছে। যেসবের কোনও সমাধান হয়নি আজও। টাকা ফেরতের পাশাপাশি ওই অভিযুক্তের শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা কমল টিজ্ঞার দাবি, ষড়যন্ত্র করে তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। এভাবে কোনও টাকাই তোলেননি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *