আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২১ জুন: আজ ২১ জুন। আন্তর্জাতিক যোগ দিবস। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে তমলুক সদর আদালতে বিকেল ৫টায় সমস্ত বিচারক এবং আদালতের কর্মচারীরা যোগাভ্যাসে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানটির উদ্বোধন করেন জেলা ও দায়রা বিচারক প্রিয়ব্রত দত্ত।
জেলা ও দায়রা বিচারক প্রিয়ব্রত দত্ত, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব সমরেশ বেরা বলেন, “বিচারকদের যথেষ্ট মানসিক চাপের মধ্যে, বসে বসে কাজ করতে হয়। তাদের জন্য সারা বছর ধরে যোগাভ্যাস খুবই জরুরি। আজকের দিনে সেই কথাটি আরেকবার তাদের মনে করিয়ে দেওয়া গেল। যাতে আমরা সারা বছরজুড়ে শারীরিকভাবে সক্ষম ও মানসিকভাবে তৎপর থাকার জন্য যোগাভ্যাস করতে পারি।” এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোট ৩৫ জন বিচারক ও আদালত কর্মচারী।