Ram Mandir রামমন্দিরে চুরি, চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২২ জুন: চুরি হয়ে গেক গেল ভগবানপুরের রাম ও কৃষ্ণ মন্দিরে। সোনা ও রূপার সমস্ত গয়না সহ প্রণামীর বাক্স চুরি হয়ে গেছে। রাম মন্দির হলেও এই মন্দিরে রয়েছে রাম ও কৃষ্ণ, রাধা ও কৃষ্ণ সহ নাড়ুগোপাল ও গৌর নিতাই এর মূর্তি।

মন্দির থেকে প্রত্যেক মূর্তির সোনার ও রূপার মুকুট, গলার হার, পদক, তাবিজ, নুপুর ও রামচন্দ্রের পৈতা চুরি গেছে। এছাড়াও নিয়ে গেছে পুরো প্রণামীর বাক্স। চুরি যাওয়া সামগ্রীর মোট আর্থিক মূল্য কয়েক লক্ষ টাকা।

এগরা–বাজকুল রাজ্য সড়কের ভগবানপুর বাস স্ট্যান্ডের কাছে এই মন্দির। পেছনের গেট ও মন্দিরের মূল গেটের চাবি তালা কেটে মন্দিরে ঢুকেছিল চোরের দল। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ঠাকুরের সোনা ও রূপার মুকুট, গলার হার, পদক, তাবজি চুরি গেলেও কাঁসা ও পিতলের বাসনপত্র, মন্দিরের ঘন্টা চুরি যায়নি। খবর দেওয়া হয়েছে ভগবানপুর থানায়। মন্দিরে সিসি ক্যামেরা থাকলেও তা কতটা কাজ করছে তা নিয়ে এখনও নিশ্চিত নয় কেউ। তবে বলছেন, সিসি ক্যামেরাতে সব রেকর্ড আছে। ফলে, চুরির তদন্তে পুলিশের উপরেই এখন ভরসা। রামমন্দিরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভগবানপুর এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *