সবংয়ে শুরু হল খড়্গপুর মহকুমা শ্রমিক মেলা

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ জানুয়ারি:
পশ্চিম মেদিনীপুরের সবংয়ে আজ থেকে শুরু হয়েছে খড়্গপুর মহকুমা শ্রমিক মেলা। রাজ্যসভার সাংসদ মানস ভুঁইঞা মেলার উদ্বোধন করেন। আজ ও আগামীকাল এই দুদিন মেলা চলবে। মেলায় সরকারি বেসরকারি মিলিয়ে ২৫টি স্টল রয়েছে। সামাজিক সুরক্ষা প্রকল্পে শ্রমিকদের নাম নথিভুক্তির কাজও মেলা প্রাঙ্গনে হচ্ছে।

মানস ভুঁইঞা ছাড়াও  উপস্থিত ছিলেন অ্যাডিশনাল লেবার কমিশনার বলরাম ঘোড়াই, শ্রমিক বোর্ডের চেয়ারম্যান প্রদীপ ব্যানার্জি, লেবার কমিশনার বিতান কুমার দে। সভায় সভাপতিত্ব করেন সবং ব্লকের বিডিও তুহিন শুভ্র মহান্তি। ৪ হাজার মানুষ এদিন সামাজিক সুরক্ষার ফর্ম জমা দেন। আজ এই মঞ্চ থেকে ১৩ জনকে বেনিফিশিয়ারি পেনশন কাগজ তুলে দেওয়া হয়। তারা প্রতিমাসে ৭৭০ টাকা পাবেন। আজ জাতীর জনক মহাত্মা গান্ধীর মৃত‍্য দিবসকে স্বরণ করে মানস ভুঁইঞা বলেন, এই সরকার শ্রমিকদের সম্মান দিয়ে তাদের পরিবারকে সুরক্ষিত করেছে। তাই সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *