বাংলার নির্বাচন হোক অহিংস,শান্তির: রাজ্যপাল

আমাদের ভারত, ব্যারাকপুর, ৩০ জানুয়ারি: “বাংলার নির্বাচন হোক অহিংস, শান্তির। ২০২১ সালে বাংলার নির্বাচনের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। নির্বাচনে হিংসা, রক্তপাত হোক, কেউ পছন্দ করে না।”–বললেন রাজ্যপাল জগদীপ ধনকর। মহাত্মা গান্ধীর ৭৪ তম তিরোধান দিবস পালন অনুষ্ঠানে ব্যারাকপুর গান্ধী ঘাটে এসে গান্ধীজির স্মৃতি সৌধে শ্রদ্ধা জ্ঞাপন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই বললেন রাজ্যপাল।

শনিবার সকালে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর গান্ধী ঘাটে গান্ধীজির স্মৃতি সৌধে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সস্ত্রীক রাজ্যপাল। রাজ্যপালের সঙ্গে ব্যারাকপুর গান্ধীঘাটে উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, মুখ্য সচিব আলাপন বন্দোপাধ্যায়, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ রাজ্যের বিভিন্ন সরকারি বিভাগের উচ্চ পদস্থ আমলারা।

এদিন রাজ্যপাল মহাত্মা গান্ধী সম্পর্কে বলেন, “মহাত্মা গান্ধী এমন একজন মহান অহিংস আন্দোলনের জনক ছিলেন যাকে আমেরিকা থেকে দক্ষিণ আফ্রিকা সহ সমস্ত দেশ অনুসরণ করত। মহাত্মা গান্ধী সব সময় অহিংস আন্দোলনের কথা বলতেন।” রাজ্যের প্রসঙ্গে বলেন, “রাজ্যে এখনো নানা প্রান্তে হিংসা হচ্ছে। নাগরিকরা হিংসা, রক্তপাত পছন্দ করে না। গান্ধীজির মতাদর্শ মেনে বাংলা তথা দেশকে এগিয়ে নিয়ে গেলে তবে প্রকৃত স্বার্থকতা।” মহাত্মা গান্ধীর তিরোধান দিবসের অনুষ্ঠান উপলক্ষে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল ব্যারাকপুর গান্ধী ঘাট চত্বর। বিক্ষোভের আশঙ্কায় ছিল জল পুলিশের টহল।

রাজ্যপালের অহিংসা প্রতিষ্ঠার বার্তা সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী ব্রাত্য বসু বলেন, “মহাত্মা গান্ধীর তিরোধান দিবসে গান্ধীজির অহিংস আন্দোলনের বার্তাই যে রাজ্যপাল দেবেন, সেটাই স্বাভাবিক। উনি আজ সেই হিংসার কথা বলেছেন, যে হিংসা গডসে করেছেন বা উনার দলের লোকজন এখনো বিভিন্ন জায়গায় করছেন। বাংলায় কোনও হিংসার কথা রাজ্যপাল আজ বলেননি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *