আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি:
শনিবার সকালে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে কেশিয়াড়ি থানার পুলিশ। মৃত গৃহবধূর নাম শকুন্তলা মল্লিক, বয়স ৩৫। তার শ্বশুর বাড়ি খড়্গপুর লোকাল থানার প্রতাপপুর গ্রামে হলেও বর্তমানে সে কেশিয়াড়ি থানার রাংটিয়া গ্রামে বাপের বাড়িতে থাকতো।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাগেছে, শুক্রবার সন্ধের সময় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর রাতে বাড়ি ফেরেনি। শনিবার সকালে গ্রামবাসীরা গ্রামের পাশে একটি ধানের জমিতে তার ছিন্নবিচ্ছিন্ন দেহটি পড়ে থাকতে দেখে কেশিয়াড়ি থানায় খবর দেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্ত পাঠায়। গৃহবধূর এই রহস্যজনক মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। মৃত মহিলার একটি ৭ বছরের মেয়ে আছে। বাড়িতে মা মেয়ে ছাড়া আর কেউ থাকতো না। তার একটি ছেলে থাকলেও সে বাইরে থাকে কাজের জন্য। পারিবারিক অশান্তির কারণে বাপের বাড়িতে থাকত ওই গৃহবধূ ।