প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে আমন্ত্রণ পাননি নেতাজির আজাদ হিন্দ বাহিনীর জীবিত সদস্যরা, সমালোচনার ঝড় বিজেপির অন্দরেই

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৫ জানুয়ারি:
৭১ তম প্রজাতন্ত্র দিবসে রাজধানী দিল্লিতে কেন্দ্রীয় সরকার আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি নেতাজির আজাদ হিন্দ বাহিনীর জীবিত সদস্যরা। এই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে খোদ বিজেপির অন্দরমহলেই। বিজেপির বঙ্গ বিগ্রেডের রাজ্য সহ সভাপতি তথা নেতাজি সুভাসচন্দ্র বসুর নাতি চন্দ্র বসু ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন। চন্দ্র বসুর কেন্দ্রীয় সরকারের এই সমালোচনা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পাল্টা কটাক্ষ করে বলেন,
“কিছু মানুষ আছেন যারা শুধু সমালোচনা করেই বেড়ান আর কিছু মানুষ কাজ করেন। যাদের সমালোচনা করাই শুধু কাজ। আর নেতাজির আজাদ হিন্দ বাহিনীর জীবিত সন্মানিত সদস্যদের আমন্ত্রনের বিষয়টা আমার জানা নেই “। উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় অভিনন্দন যাত্রায় যোগ দিতে এসে দলীয় নেতাদের বিরুদ্ধেই এমন মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি।

অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আগামী পুরসভা ভোট ব্যালটে করার সিদ্ধান্ত প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ভোট ব্যালটে হবে না ইভিএমে হবে তা ঠিক করবে নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী এটা ঠিক করেন না। আর ভোট ইভিএম বা ব্যালটে যাতেই হোক, ভোট দেবেন সাধারণ মানুষ। মানুষ আর তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না। এদিন সিটিজেন অ্যামান্ডমেন্ড আইন নিয়ে প্রচারের উদ্দেশ্যে ডালখোলায় অভিনন্দন যাত্রা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *