পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৮ জানুয়ারি: নির্বাচন ঘোষণার আগেই দেওয়াল লিখে ভোট প্রচার শুরু করল বিজেপির প্রমীলা বাহিনী। প্রার্থীর নাম ফাঁকা রেখে পদ্মফুল এঁকে নির্বাচনী ময়দানে নামলো গেরুয়া শিবির। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার কামারপাড়া এলাকায় দেওয়াল লিখে আগাম প্রচার শুরু করেন বিজেপির মন্ডল সভাপতি রঞ্জন কুমার মাহাতো। উপস্থিত ছিলেন জেলা মহিলা মোর্চার জিএস চুমকি সাহা, জেডপি ৮-এর মহিলা মোর্চার সভানেত্রী মধুমিতা বর্মন সহ অন্যান্যরা। প্রতীক এঁকে ভোটের আগেই বিজেপির প্রমীলা বাহিনীর এই অভিনবত্ব ভোট প্রচার যথেষ্টই সাড়া ফেলেছে শহর থেকে গ্রামাঞ্চল সর্বত্র।
বিজেপির মন্ডল সভাপতি রঞ্জন কুমার মাহাতো জানিয়েছেন, কিছুদিনের মধ্যেই নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। সেই দিকে লক্ষ্য রেখে আগে থেকেই প্রচার শুরু করেছেন। প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল লিখন শুরু করেছেন তারা। দলকে এগিয়ে নিয়ে যেতে সকলে মিলে কাজ করছেন।