নন্দীগ্রামে  নিজেকে প্রার্থী ঘোষণা করলেন মমতা

জে মাহাতো, নন্দীগ্রাম, ১৮ জানুয়ারি: সোমবার  তেখালির জনসভায় নন্দীগ্রাম থেকে আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়l সেই সঙ্গে তিনি কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকেও লড়বেন বলে জানিয়েছেনl

এদিন নন্দীগ্রামের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নন্দীগ্রামের আন্দোলন এক ঐতিহাসিক আন্দোলনl আন্দোলন  শুরু হয়েছিল সাত জানুয়ারিl  নয়াচরে কেমিক্যাল হাব তৈরির বিরুদ্ধে এবং কৃষি জমি অধিগ্রহণের বিরোধিতা করে কৃষকরা এখানে আন্দোলন শুরু করেন ১৪ জানুয়ারিl আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয়। সেই সময় আমি কলকাতায় ২৬ দিন অনশন শেষ করিl সেখান থেকে শুনলাম গুলি চালানোর কথাl শুনেই নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা দিই কিন্তু সিপিএমের লোকজন কোলাঘাটের কাছে গাড়ি ঘিরে ধরে পেট্রোল বোমা মারতে চেয়েছিলl তখন রাত দুটো বাজে, গোটা কোলাঘাট বাঁশ দিয়ে আটকে রেখেছিল সারারাত অবরুদ্ধ হয়েছিলামl সেই সময় আমাদের দলের কর্মী আনিসুরের বাইকে চেপে অন্য রাস্তা দিয়ে তমলুকে পৌঁছেছিলামl তারপর চন্ডীতলা হয়ে নন্দীগ্রামে ঢুকেছিলামl

মমতা বলেন, তখন সেখানে কেউ ছিল না, আমি দেখতে পাইনি কোনো নেতাকেl এখানকার মা-বোনেরা আন্দোলন করেছেনl কেউ যদি দাবি করেন তাহলে সেটা ভুলl সুতরাং নন্দীগ্রাম আন্দোলন নিয়ে কেউ জ্ঞান দিলে তা মানবো না।
রাজনৈতিক মহলের বক্তব্য, মমতা একথা শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলেছেন।

মুখ্যমন্ত্রী বলেন, সেদিন আমি নন্দীগ্রামে ঢুকে দেখেছিলাম ছবি তুলছে আইসি, আর সিপিএম নেতারা গুলি চালাচ্ছেl আমি তমলুক থেকে পুরো নন্দীগ্রাম পাহারা দিয়েছিl এখানে সিপিএমের লোক আন্দোলনকারীদের জ্যান্ত পুড়িয়ে মেরেছেl সেই থেকে আমি পুরো নন্দীগ্রামকে চিনিl এখানকার কলেজ বাজার হাসপাতাল আমার চেনাl নন্দীগ্রামের সঙ্গে আমার আত্মার টানl এ আন্দোলন নিয়ে অনেক বই আছে অনেক স্মৃতি আছে তাই নন্দীগ্রামকে ভোলা যায় নাl এখানকার মানুষদের জন্য ভালো হাসপাতাল তৈরি করা হয়েছেl নন্দীগ্রাম এবং হলদিয়ার মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য সরকার চেষ্টা করছেl

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নন্দীগ্রাম প্রণামের জায়গাl আজ সারাদেশে কৃষকরা আন্দোলন করছেl আমরা সেই আন্দোলনকে সমর্থন করিl বিজেপি সরকার কৃষকদের ফসল লুট করার চক্রান্ত চালাচ্ছে তাই পাঞ্জাব, হরিয়ানার কৃষকরা আন্দোলনে পড়ে  আছেl তাদের আন্দোলনও সফল হোকl কেননা আজ পর্যন্ত সিঙ্গুর-নন্দীগ্রাম ছাড়া কোনও আন্দোলন সফল হয়নিl নন্দীগ্রামের এই কৃষক আন্দোলনকে স্মরণ করে আমাদের সরকার ১৪ মার্চ তারিখটি কৃষক দিবস হিসেবে ঘোষণা করেছেl বুদ্ধ জয়ন্তীর মত আদিবাসীদের রঘুনাথ মুর্মুর জন্মদিনটিকে ছুটির দিন হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছেল

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ কেউ দলের এধার-ওধার হচ্ছেl অনেকেই চিন্তা করছেl কিন্তু ওদের বিরুদ্ধে নন্দীগ্রামের সুপ্রকাশ গিরিরা লড়বেl সেইসঙ্গে নিয়ম মেনে ছাত্র-যুব মা-বোনেরা লড়াইকরবেl যারা বড় বড় কথা বলছেন তারা আগে সুপ্রকাশদের সঙ্গে লুডুক তারপর তৃণমূলের সঙ্গে লড়বেl তবে কেউ কেউ যেতেই পারেl আমরা বলছি ভালই হচ্ছ ল

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিন ধরনের দল আছেl একদল লোভী আরেকদল ভোগী আরেকদল ত্যাগীl তিনি বলেন, কিছু কিছু পরিবারের অনেক টাকাl তারা নানাভাবে প্রলোভন দেখাচ্ছেl বিজেপি বলছে তৃণমূল হলে জেলে আর বিজেপি করলে ঘরেl তারা সাদাকে কালো এবং কালোকে সাদা করছেl আমি বলছি তোমরা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হও এবং পৃথিবীর বড় নেতা যা খুশি হও, কিন্তু বাংলাকে বিক্রি করতে পারবে নাl আমি বেঁচে থাকতে বাংলাকে বিক্রি হতে দেব নাl এটা প্রতিজ্ঞা বলুন আর চ্যালেঞ্জই বলুনল

মুখ্যমন্ত্রী বলেন, বেশকিছু সংস্থার পক্ষ থেকে ভোটের সার্ভে রিপোর্ট তুলে ধরা হচ্ছেl সেগুলো বেশিরভাগই ভুলl সংবাদমাধ্যম বিজেপির ভয়ে চুপ করে রয়েছেl বিজেপির নেতাদের কথায় চলছেl তারা জনগণের অভিব্যক্তি জানাতে চায় নাl কিন্তু আমি বলছি তৃণমূল ২১১ সিট পাবে, বিজেপি পাবে ৫১ বাকিগুলি অন্যান্য দল পাবেl এই হিসেবটা উল্টো করে দেখাবে চ্যানেলগুলিl এরা মানুষকে ভুল বুঝাচ্ছে কুৎসা অপপ্রচার করছেl কিন্তু এদের চক্রান্তে আপনারা বিশ্বাস করবেন নাl ওদের মাল্পুয়া এবং দানাদার গ্রুপ আছেl তারা নাকি আই টি করেl কিন্তু আমি জানি তারা ইউটি করে মানে উল্টো করে দেখায়l

এরপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কৃতিত্ব দাবি করে বলেন, দীঘা – তমলুক রেললাইন আমি করে দিয়েছিl হলদিয়ার কাছে তাজপুরে বন্দর করছিl হলদিয়া রিফাইনারি হবেl জেলার সমস্ত জায়গার ছেলেমেয়েরা চাকরি পাবেl পূর্ব মেদিনীপুর জেলায় অজস্র রাস্তা তৈরি হয়েছে, পানীয় জলের জন্য দেড় হাজার কোটি টাকার প্রোজেক্ট এর কাজ চলছেl আপনাদের সবকিছু করে দেব আপনাদের সঙ্গে থাকবl ইতিমধ্যে কেলেঘাই, কপালেশ্বরী করে দিয়েছিl

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নন্দীগ্রামে অনেক নিখোঁজ পরিবারের সদস্য রয়েছেনl তাদের পরিবারকে মাসে ১০০০ টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হবেl এভাবেই সিঙ্গুরের মানুষদের সাহায্য করা হয়l যাদের ৬০ বছরের বেশি বয়স হয়েছে তারা দুয়ারে সরকারে যাবেনl জাতিগত শংসাপত্র সাত দিনের মধ্যেই তারা পেয়ে যাবেনl এখনো পর্যন্ত দুই কোটি মানুষ দুয়ারে সরকারের কাছে গেছে, দেড় কোটি মানুষ লাভ পেয়েছেl

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা আন্দোলনকে ভুলি না , তাই নন্দীগ্রাম ভুলবো না l এখানকার মানুষ সন্ত্রাসকে জয় করেছেনl  নন্দীগ্রাম খুব লাকি জায়গা l ২১এর নির্বাচনেও এখানে জিতবl এখান থেকে জেতার পালা শুরু হলোl তৃণমূল সর্বত্র জয়লাভ করবে প্রতিটি আসনে জিতবেl সমস্ত আসনে ভালো লোকদের প্রার্থী করা হবেl এই সময় তিনি বলেন নন্দীগ্রামে যদি তিনি নিজে প্রার্থী হন তাহলে কেমন হবে? নিশ্চয়ই ভালো হবেl তিনি এই নন্দীগ্রাম থেকে যাতে প্রার্থী হতে পারেন সেজন্য দলের সভাপতি সুব্রত বক্সীকে সভা মঞ্চ থেকেই তিনি অনুরোধ জানানl মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভবানীপুরেও তিনি প্রার্থী হবেনl ভবানীপুর বড় বোন এবং নন্দীগ্রাম মেজ বোনl কিন্তু আমাকে তো ২৯৪ টি আসনে লড়তে হবে তাই সময় কম পাবোl কিন্তু নন্দীগ্রামে আপনারা সবাই আছেন আমার পাশে থাকবেন আপনারাl এরপর সুব্রত বক্সী সভামঞ্চে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এর নাম ঘোষণা করেনl মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নন্দীগ্রামে আজ নতুন করে আবার জন্ম হলো তৃণমূলেরl

সমবেত জনতার উদ্দেশ্যে বলেন আপনারা রাগ করবেন , না মুখ ফিরিয়ে নেবেন  নাl ভুল থাকলে গালে থাপ্পড় মারো কিন্তু সরে যাবেন নাl যারা আমাদের বিপরীতে রয়েছেন তাদের আমি খারাপ বলবো নাl ভগবানের কাছে প্রার্থনা করি তিনি তাদের ক্ষমা করুনl এরপর দাঙ্গাবাজ গুন্ডারাজ বিজেপি দূর হাঁটাও,  নন্দীগ্রাম দিচ্ছে ডাক বিজেপি নিপাত যাক ইত্যাদি স্লোগান তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *