সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২৩ ডিসেম্বর: এনআরসি এবং সিএএ নিয়ে যাদবপুর এলাকায় উইমেন ইন রেজিস্টেন্স সংগঠনের মহিলারা একজোট হয়ে প্রচারে নেমে ছিলেন। রবিবার সন্ধ্যায় গাঙ্গুলি বাগান থেকে বাঘাযতীন এক নম্বর কলোনি পর্যন্ত প্রচার শেষে এক জায়গায় দাঁড়িয়ে তারা চা পান করছিলেন। অভিযোগ, সেই সময়ে মুখে কালো কাপড় বেঁধে এবং জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ৮-১০ জন যুবক তাদের ওপর চড়াও হয়। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে জখম হন সমাজকর্মী ও মহিলাদের প্রতিরোধী সংগঠনের সদস্য কবি জয় গোস্বামীর মেয়ে দেবত্রী গোস্বামী। মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন চিত্রপরিচালক দেবলীনা মজুমদার।
সূত্রের খবর, দেবত্রী গোস্বামী ও তাঁর সঙ্গীসাথীরা মিলে ‘উইমেন ইন রেসিস্ট্যান্স’ নামের একটি সংগঠনের তরফে এনআরসি ও সিএএ-র বিরুদ্ধে প্রচার করছিলেন যাদবপুর ও সংলগ্ন এলাকায়। ১৫-২০ জনের দলে বেশিরভাগই মহিলা এবং কয়েকজন বয়স্ক মানুষও ছিলেন। প্রচার শেষে আচমকাই তাদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ।
দেবলীনা মজুমদার নামের এক মহিলা, যিনি পেশায় চলচ্চিত্র পরিচালক, তিনিও ছিলেন ওই দলে। তাঁর ক্যামেরা ভেঙ্গে দেওয়া হয় বলে অভিযোগ। দেবলীনার মাথায় চোট লাগায় তাঁকে কেপিসি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। উত্তেজনা তৈরি হলে স্থানীয় মানুষজনও ছুটে আসেন, আক্রমণকারীদের মধ্যে ১ জনকে ধরেও ফেলা হয়। তাকে যাদবপুর থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়। এরপরেই মহিলারা যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। পুরো বিষয়টি জয় গোস্বামীর মেয়ে দেবত্রী গোস্বামী বিস্তারিত লেখেন তাঁর ফেসবুকে।
ছবি: ধৃত যুবক।
রাতের দিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, ওই ঘটনার জেরে ৯৯ নং ওয়ার্ডের বিদ্যাসাগরে তৃণমূল যুব সভাপতির নেতৃত্বে ৫০ জন তৃণমূল কর্মী বিজেপির ছেলেদের ব্যাপক মারধর করেছে। তাদের বাঘাযতীন হাসপাতাল ভর্তি করা হয়েছে। এর প্রতিবাদে রাতেই নেতাজিনগর থানা ঘেরাও করা হয়।