নীল বনিক, আমাদের ভারত, ২৩ ডিসেম্বর: ফুলের মালা পরিয়ে দলের কার্যকারি সভাপতিকে রাজ্যে অভিনন্দন জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ সোমবার সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে মিছিল করতে রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় কার্যকারি সভাপতি। তাঁকে অভর্থনা জানাতে দমদম বিমান বন্দরে যান দিলীপ ঘোষ, কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ও কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। প্রথমেই জেপি নাড্ডাকে রাজ্যে আসার জন্য ফুলের মালা পরিয়ে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি। এরপর তাকে শাল পরিয়ে স্বাগত জানান এরাজ্যের দলের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। সবশেষে দলের কার্যকারি সভাপতিকে স্বাগত জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।
ইতিমধ্যেই কলকাতায় বিজেপি কর্মীরা ভিড় জমিয়েছে। শিয়ালদহ, হাওড়া স্টেশন থেকে হেঁটে, মিছিল করে বিজেপি কর্মীরা দলের রাজ্য সদর দফতরের সামনে এসেছেন। শীতের সকালে দলীয় কর্মীদের খাবারও ব্যবস্থা করেছেন রাজ্য বিজেপির নেতারা। গরম খিচুড়ি রান্না করে সকাল সকাল বিজেপি কর্মীদের খেতে দিয়েছেন রাজ্য বিজেপির কর্মীরা।
বেলা যত বাড়ছে বিজেপির রাজ্য দফতরে ভিড় বাড়ছে। রাজ্য বিজেপি নেতাদের দাবি দলের অভিন্দন্দন যাত্রায় প্রায় ১ লক্ষ মানুষ হবে।