road block, Nalhati, পানীয় জলের দাবি, পথ অবরোধ করে বিক্ষোভ নলহাটির মেহেগ্রামের মহিলাদের

আমাদের ভারত, বীরভূম, ২৮ মে: দিনের পর দিন জলকষ্ট সহ্য করে নাজেহাল গ্রামবাসী। বাধ্য হয়ে জলের জন্য পথে নেমেছেন গ্রামের মহিলারা। মঙ্গলবার পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামের মহিলারা। ঘটনাটি ঘটেছে আজ বিকেলে বীরভূমের নলহাটি থানার মেহেগ্রামে।

গ্রামবাসী চামেলি লেট, মমতা লেটরা বলেন, “এমন অবস্থা আমাদের কেউ গরমে এক গ্লাস জল চাইলে দিতে পারি না। সামান্য জলের ব্যবস্থাটুকুও করতে পারে না পঞ্চায়েত। টিউবওয়েলগুলো সব খারাপ। সারাইয়ের নাম নেই। ঘরের মেয়েদের দূর দূরান্ত থেকে জল আনতে হয়।” এলাকার বাসিন্দাদের অভিযোগ, বারবার প্রশাসনের বিভিন্ন দফতরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। প্রায় চার-পাঁচ মাস ধরে পানীয় জলের অভাবে ভুগছেন মেহেগ্রামের বাসিন্দারা।

বীরভূমের নলহাটি -১ নম্বর ব্লকের কুরুমগ্রাম পঞ্চায়েতের মেহেগ্রাম। গ্রামের বাসিন্দারা জানান, গ্রামে জলের কোন পাইপ লাইন নেই। পাঁচটি টিউবয়েল থাকলেও সবকটি বিকল হয়ে পড়ে রয়েছে। টিউবয়েল সারানোর জন্য পঞ্চায়েতে জানানো হলেও টিউবয়েল সারানো হয় না। সেই কারণে পাশের গ্রাম থেকে জল নিয়ে আসতে হয় মেহেগ্রামের বাসিন্দাদের। তারই প্রতিবাদে এবং পানীয় জলের দাবিতে আজ মেহেগ্রামে তেজহাটি-বুজুং রাস্তা অবরোধ করেন মেহেগ্রামের মহিলারা। যদিও এলাকার নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা গ্রামবাসীদের অভিযোগে সহমত। তাঁর দাবি, তিনিও স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানালেও পঞ্চায়েত থেকে পানীয় জলের অভাব মেটানোর কোনো ব্যবস্থা করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *