Modi, BJP, ভোট প্রচার শেষ হলেই এবার সমুদ্রে ধ্যানে মগ্ন হবেন মোদী

আমাদের ভারত, ২৮ মে: অন্যান্য বারের মতো এবারেও লোকসভা ভোটের প্রচার শেষ হলেই ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার পাহাড় নয়। এবার সমুদ্রে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জানা গেছে, তামিলনাড়ুর কন্যাকুমারীতে দু’দিন ধ্যান মগ্ন হবেন তিনি। সূত্রের খবর, মূল ভূখণ্ডের অদূরে যে শিলার উপর বসে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন। সেখানে বসেই ধ্যান করবেন প্রধানমন্ত্রী।

আগামী ১ জুন, লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ। আট রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭ টি আসনে ভোট গ্রহণ হবে। ওই দফাতেই রয়েছে মোদীর কেন্দ্র বারানসিতেও ভোটগ্রহণ। এরপর ৪ জুন হবে ভোটের গণনা। শেষ দফার ভোটের জন্য প্রচার শেষ হপবে ৩০ মে। প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে খবর, ৩০ মে সন্ধে থেকে ১ জুন সন্ধে পর্যন্ত দু’দিন বিবেকানন্দ রক মেমোরিয়ালের ধ্যানে বসবেন মোদী।

এর আগে দু’বার লোকসভা নির্বাচন প্রচার শেষেও আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন নরেন্দ্র মোদী। ২০১৪ সালের লোকসভা ভোটের প্রচার শেষে গিয়েছিলেন কেদারনাথ। ২০১৯ সালে গিয়েছিলেন মহারাষ্ট্রের শিবাজীর প্রতাপগড় দুর্গে। এবার তিনি যাবেন দক্ষিণ ভারতে।

সারা দেশ ঘুরে তামিলনাড়ুর কন্যাকুমারীতে এসেছিলেন বিবেকানন্দ। মূল ভূখণ্ড থেকে ৫০০ মিটার দূরে একটি শিলায় বসে তিন দিন ধ্যান করেছিলেন তিনি। সেখানে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর ও আরব সাগর মিশেছে। মনে করা হয় এখানেই আলোপ্রাপ্ত হয়েছিলেন বিবেকানন্দ। হিন্দু ধর্মে কথিত আছে এখানেই শিবের জন্য তপস্যা করেছিলেন পার্বতী। এমনকি ওই শিলার ওপর দেবী পার্বতীর পায়ের চিহ্ন রয়েছে। এবার সেই শিলার উপরেই ধ্যানে বসতে চলেছেন মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *