Locket Chatterjee “মহিলা মুখ্যমন্ত্রীর কাছেও মহিলারা নিরাপদ নয়,“ তোপ লকেটের

আমাদের ভারত, ১০ ফেব্রুয়ারি: “মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে মহিলা মুখ্যমন্ত্রীর কাছেও মহিলারা নিরাপদ নয়।” শনিবার এক্স হ্যান্ডলে এই মন্তব্য করেছেন বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

লকেট লিখেছেন, “সন্দেশখালী থেকে ভাইরাল হওয়া ভিডিওটি বাংলার নারীদের মুখোমুখি হওয়া ভয়াবহ বাস্তবতার একটি প্রখর অনুস্মারক।

গ্রামের মহিলাদের দলীয় গুন্ডাদের অপহরণ, স্বামীরা অসহায়ভাবে দেখে। এটা ‘লক্ষীর ভান্ডার’ এবং ‘কন্যাশ্রী’-এর মতো পরিকল্পনার ভণ্ডামি প্রকাশ করে। নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত, ক্ষমতাসীনরা তাদের অহংকার নিয়ে খেলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই খেলা বন্ধ করার এবং বাংলায় মহিলাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার সময় এসেছে!”

শুক্রবার সারা দিন ধরেই দফায় দফায় সন্দেশখালি থানার সামনে যৌথ ভাবে বিক্ষোভ দেখায় জমি রক্ষা কমিটি এবং আদিবাসীদের সংগঠন। সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ বিক্ষোভ উঠে গেলেও বিক্ষোভকারীদের হুঁশিয়ারি ছিল, শনিবার আবার আন্দোলনে শামিল হবেন তাঁরা। এর পর শুক্রবার রাতেই বিশাল বাহিনী দিয়ে সন্দেশখালি থানা এলাকা ঘিরে ফেলে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *