আমাদের ভারত, কলকাতা, ১০ ফেব্রুয়ারি: দিল্লিতে ভারতীয় বাঙালিদের সঙ্গে অনুপ্রবেশকারীদের গুলিয়ে দেবার চেষ্টার অভিযোগ এনে সতর্কতা দিলেন প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়।
শনিবার তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “কিছু শয়তান ছদ্মবেশী জেহাদি দিল্লির ভারতীয় বাঙালিদের সঙ্গে বাংলাদেশী ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের গুলিয়ে দেবার চেষ্টা করছে।
দিল্লির ভারতীয় বাঙালিরা জোট বেঁধে এক পাড়ায় থাকেও না, (চিত্তরঞ্জন পার্কের অবস্থাপন্ন বাঙালিরা বাদে), তারা ভিক্ষাও করে না। যেগুলো ভিক্ষা করে আর ঝুগ্গি-ঝোপড়ি কলোনিতে থেকে জানোয়ারের মত বংশবৃদ্ধি করে এগুলোই বাংলাদেশী ঘুসপেট। দিল্লির ভারতীয় বাঙালিরা প্রায় সবাই হিন্দি ও ইংরেজি বলতে পারে, কিন্তু এই ঘুসপেটগুলো চাটগাঁইয়া বাংলা ছাড়া আর কিছু বলতে পারে না।”
রাজনৈতিক ভাষ্যকার কৃষ্ণ কাশ্যপ এক্স হ্যান্ডেলে লিখেছেন, “দিল্লি গুরগাঁও নয়ডা, লোয়ার এন্ড মার্কেট এদের দখলে। কাজের মাসি, মাছ, মাংসের দোকান, খুচরো সব কাজকম্মে এরা ঢুকে গেছে। এরা বাংলা থেকে প্যান, আধার বানিয়ে আনে, তারপর দিল্লিতে এসে পাসপোর্ট বানিয়ে লিগ্যাল হয়ে যায়।”
অর্পণ চক্রবর্তী লিখেছেন, “ওই ঘুসপেটগুলোর পোশাক আর মুখের ভাষা দুটোই প্রমাণ করে আর হিন্দু বাঙালি দেখলেই চুপি চুপি কেটে পড়ে পাছে ধরা পড়ে যায় …..।” এর প্রেক্ষিতে তথাগতবাবুর ওই মন্তব্য।