Turkey, Bangladesh, তুরস্কের মদতে বিহার- ঝাড়খণ্ড- ওড়িশা নিয়ে গ্রেটার বাংলাদেশের মানচিত্র ছয়লাপ ঢাকায়, নয়া ষড়যন্ত্রের ইঙ্গিত

আমাদের ভারত, ১৮ মে: পাকিস্তানকে সেনা, অস্ত্র, ড্রোন দিয়ে মদত দিয়েছে তুরস্ক। আর তার মাশুল তুরস্ককে গুনতে হবে। নিরাপত্তা, উড়ান, শিক্ষা, বাণিজ্য সব ক্ষেত্রেই তুরস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ভারত। আর ভারত মুখ ফেরাতেই নতুন কারসাজি শুরু করেছে তুরস্ক। এবার বাংলাদেশের সঙ্গে ভারতের বিরুদ্ধে হাত মিলিয়ে ষড়যন্ত্র শুরু করেছে তুরস্ক।

ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছে তুরস্ক। সেদেশের একটি এনজিও সমর্থিত ইসলামিক সংগঠন ঢাকায় গজিয়ে উঠেছে। এই সংগঠনের নাম সালতলাত- ই- বাংলা। এই সংগঠন দাবি তুলেছে, গ্রেটার বাংলাদেশের। আর সেই লক্ষ্যে নতুন একটি মানচিত্রও প্রকাশ করেছে তারা। সেই মানচিত্রে দাবি করা হয়েছে, মায়ানমারের আরাকান রাজ্য, ভারতের বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও গোটা উত্তর-পূর্বকে বৃহত্তর বাংলাদেশ বা গ্রেটার বাংলাদেশের অংশ।

এই মানচিত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অন্যান্য এলাকায় লাগানো হয়েছে। মূলত যে জায়গাগুলিতে পড়ুয়া ও যুব সম্প্রদায়ের যাতায়াত বেশি সেখানেই এই গ্রেটার বাংলাদেশের পোস্টার লাগানো হয়েছে। ইউনুস সমর্থকরা এই ম্যাপের সমর্থন জানিয়েছে। তারা দাবি করেছে, অন্তত উত্তর-পূর্ব ভারতকে বাংলাদেশের অংশ করা হোক।

গত বছর ছাত্র গণ আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতন হয় বাংলাদেশে। এরপর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তারপর থেকেই ওপার বাংলা থেকে ক্রমাগত উস্কানিমূলক মন্তব্য এসেছে ভারতের বিভিন্ন অংশ দখল করার নিয়ে। সেই লক্ষ্যেই কি আবার তুরস্ক বাংলাদেশেও সামরিক অস্ত্রশস্ত্র পাঠানোর চেষ্টা করছে? এমনটা হবার সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *