আমাদের ভারত, ব্যারাকপুর, ১৮ মে: বেশ কিছুদিন ধরে খবর ছিল বাংলাদেশের দুই কুখ্যাত জলদস্যু সীমানা পেরিয়ে ভারতে প্রবেশ করেছে।গোয়েন্দা সংস্থা থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারের অন্তর্গত রহড়া থানায় এই কুখ্যাত জলদস্যুদের ছবিসহ তথ্য আসে। সেই তথ্য অনুযায়ী রহড়া থানার পুলিশ রহড়ার বিভিন্ন এলাকা সহ নিউটাউনে গোপনে অভিযান চালায়। আর সেই অভিযানে আসে সাফল্য। নিউটাউন এলাকা থেকে মজনু গাজী ও রহড়া এলাকা থেকে মহঃ কামাল শেখকে গ্ৰেফতার করল রহড়া থানার পুলিশ।
পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে, মজনু গাজী বাংলাদেশের খুলনার দৌলতপুরের বাসিন্দা। আর কামাল শেখ খুলনার কাথমার চর গ্ৰামের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শাটার বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে রহড়া থানার পুলিশ। আজ তাদের ব্যারাকপুর আদালতে তোলা হয়।
পরে গ্রেফতার হয় আরো এক জল দস্যু। এই নিয়ে বাংলাদেশের মোট তিন জন জলদস্যু গ্রেফতার। ধৃত দুই বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার হয় আরো এক বাংলাদেশি জলদস্যু। ধৃতের নাম মেহেন্দি হাসান। নিউটাউনের লস্কর পাড়ার মুজিদ আলির বাড়ি থেকে এদের গ্রেফতার করে রহড়া থানার পুলিশ। বাংলাদেশের শেখ হাসিনার সরকার চলে যাবার পর এরা পালিয়ে আসে ভারতে।