সাথী প্রামানিক, পুরুলিয়া, ২০ জানুয়ারি: ডাইনি সন্দেহে এক প্রৌঢ়াকে মারধর করার অভিযোগ উঠল গ্রামের কয়েকজনের বিরুদ্ধে। বাধা দিতে গিয়ে আক্রান্ত হলেন মেয়ে ও পুত্রবধূ। সোমবার ঘটনাটি ঘটে বাগমুন্ডি থানার রামডি গ্রামে। ঘটনায় আহত তিন জনকেই প্রথমে বাঘমুন্ডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এদিকে ঘটনাটি দুই পরিবারের পুরানো বিভাগ থেকে ঝামেলা বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। যদিও ওই গ্রাম থেকে কয়েক জনকে আটক করেছে বাঘমুন্ডির থানার পুলিশ।