Modi, BJP, আগামীতে কারা রাজনীতির মুখ, কাদের মধ্যে রয়েছে ভবিষ্যৎ সম্ভাবনা? উত্তর দিলেন মোদী

আমাদের ভারত, ১১ জানুয়ারি: কার বা কাদের মধ্যে ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে? ২৯-৩০ বছর পর কারা রাজনীতির মুখ হয়ে উঠতে পারেন? একটি সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও একাধিক ইস্যুতে মতামত জানান তিনি।

তিনি জানিয়েছেন, রাজনীতিতে দল গঠন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকে তিনি দল গঠনের কাজের মন দিয়েছিলেন। আজ পর্যন্ত সেই কাজই করে যাচ্ছেন।

ভবিষ্যতে সম্ভাবনাময় মুখ হিসেবে কারা উঠে আসছেন তাদের নাম উল্লেখ করতে চাননি তিনি। তাঁর কথায়, “অনেকের মধ্যেই সম্ভাবনা রয়েছে। আমি কিভাবে আমার দলকে তৈরি করেছি তার উপরে আমার সাফল্য নির্ভর করে। সকলেই একটি লক্ষ্য ধরে এগিয়ে চলেন, পরিশ্রম করেন। আমি আলাদা করে কারো নাম করতে পারব না। তাহলে অন্যদের প্রতি অবিচার করা হবে। আমার সামনে অনেক সম্ভাবনাময় নামের মুখ রয়েছে। আমি সকলের কথা জানি, কিন্তু কারো সঙ্গে যাতে অবিচার না হয় সেটা দেখার দায়িত্ব আমার।”

সফল রাজনীতিবিদ হতে গেলে কী করতে হবে? সে প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজনীতিবিদ হওয়া এক রকম। কিন্তু রাজনীতিতে সফল হওয়া আরেক জিনিস। এর জন্য সমর্পণ, একাগ্রতা, মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা প্রয়োজন। দলের সঙ্গে মানিয়ে চলার মত মানসিকতা রাখতে হবে। তাঁর মতে যারা নিজেকে সবার চেয়ে বড় মনে করেন, ভাবেন বাকিরা তাদের অনুসরণ করবে তাহলেই আপনি ভোটে জিততে পারবেন, কিন্তু রাজনীতিতে আপনার সাফল্যের নিশ্চয়তা নেই।

তাঁর কথায়, রাজনীতিতে ভালো লোকেরা আসুন। রাজনীতিতে তাদের আসা প্রয়োজন। তবে উচ্চাকাঙ্ক্ষা নয়, লক্ষ্য নিয়ে আসুন।

গোধরা প্রসঙ্গে তিনি বলেন, “২০০২ সালের ২৪ ফেব্রুয়ারি আমি প্রথমবার বিধায়ক হয়েছিলাম। গোধরায় যখন এই ঘটনা ঘটেছিল বিধায়ক হিসেবে আমার বয়স ছিল ৩ দিন। ট্রেনে আগুনের খবর পাই। একের পর এক মৃত্যুর খবর আসতে থাকে। খুব চিন্তা হচ্ছিল, যেতে চেয়েছিলাম গোধরায়। কিন্তু হেলিকপ্টার ছিল একটাই। সিঙ্গেল ইঞ্জিন কপ্টার হওয়ার কারণে আমাকে উঠতে দেওয়া হচ্ছিল না। ঝগড়া করে ঝুঁকি নিয়ে গোধরা গিয়েছিলাম। এত বেদনাদায়ক সব দৃশ্য আমার নানা রকম অনুভূতি হচ্ছিল। কিন্তু নিজেকে বোঝাচ্ছিলাম আমি এমন এক জায়গায় আছি যেখানে আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে।স্বাভাবিক প্রবণতাকে দমন করতে হবে।”

ভারতের নিরপেক্ষতার প্রসঙ্গে তিনি বলেন, “ভারত নিরপেক্ষ নয়। বিশ্বের সকল রাষ্ট্র ভারতকে ভরসা করে।” বিদেশ নীতি প্রসঙ্গে মোদী বলেন, “সারা বিশ্ব ভারতকে ভরসা করে, কারণ আমাদের মধ্যে নকল কিছু নেই। আমরা যা বলি স্পষ্ট বলি। অনেক কঠিন পরিস্থিতিতেও আমরা বারবার বলেছি আমরা নিরপেক্ষ নই। আমরা শান্তির পক্ষে। তার জন্য যা প্রয়োজন আমি করবো। আমি এটা রাশিয়া, ইউক্রেন, ইরান, প্যালেস্টাইন, ইজরাইল সকলকে বলেছি।তারা আমাকে বিশ্বাস করে।”

তিনি আরো বলেন, “আমি সবসময় দেশকে প্রথমে রাখি। সুবিধা অনুযায়ী নিজের অবস্থান বদল করবো তেমন মানুষ নই। আমার আদর্শ ‘নেশন ফার্স্ট’। এই আদর্শই আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। আমার জীবন আমি তৈরি করিনি। পরিস্থিতি আমায় তৈরি করেছে। ছোটবেলায় যে জীবন কাটিয়েছি তার থেকে অনেক কিছু শিখেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *