আমাদের ভারত, ১১ জানুয়ারি: উত্তপ্ত হলো মালদার ভারত- বাংলাদেশ সীমান্ত। চলেছে গুলি। উত্তেজনা ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকায়। তবে হাতাহাতের কোনো ঘটনা ঘটেনি।
শুক্রবার গভীর রাতে মালদহের ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশকারীদের আটকাতে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। অনুপ্রবেশকারীরা সীমান্ত রক্ষীদের উদ্দেশ্যে হামলা চালায়। বাঁশ, লাঠি নিয়ে আক্রমণ করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি চালায় বিএসএফ।
বিএসএফ সূত্রে জানাগেছে, শুক্রবার গভীর রাতে মালদহের ভারত- বাংলাদেশের সীমান্তের কাছে বেশ ভিড় জমতে দেখেই সন্দেহ হয়। সীমান্ত রক্ষীরা ভিড়ের দিকে এগিয়ে যায়। আর তখনই তাদের উপর আক্রমণ হয়। রক্ষীদের বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা।
কিন্তু এত কিছুর পরেও কার্যসিদ্ধি করতে পারেনি অনুপ্রবেশকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি চালায় দুই জাওয়ান। গুলির ভয়ে কাঁটাতার পার করে প্রাণ হাতে নিয়ে পালায় বাংলাদেশের অনুপ্রবেশকারীরা।
অস্থায়ী কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল ওই অনুপ্রবেশকারীরা। এপারেও তাদেরকে মদত দিতে উপস্থিত ছিল কিছু দুষ্কৃতী। কিন্তু পরিস্থিতির কারণে তাদের উদ্দেশ্য বানচাল হয়। এদিন বাজেয়াপ্ত হয় কয়েকটি ধারালো অস্ত্র, নিষিদ্ধ কফ সিরাপ, কিছু গুরুত্বপূর্ণ নথি।
জানাগেছে, মালদার এই এলাকায় এখনো অস্থায়ী কাঁটাতার। ফলে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এই পথকেই ভারতে ঢোকার জন্য অবৈধ পথ হিসেবে ব্যবহার করে।