পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ মার্চ: ঘাটাল মাস্টার প্ল্যান যেভাবেই হোক রূপায়িত হবেই। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে লোকসভা নির্বাচনের প্রচারে এসে বললেন দেব।
এদিন তিনি প্রথমে দাসপুরে যান, দাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ধূপ কারখানার শ্রমিকদের পরিবারের সাথে কথা বলেন। সেখান থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি থাকি বা না থাকি, ঘাটাল মাস্টার প্ল্যান হবেই।
দেবের পুরাতন সৈনিক অজিত মাইতিকে পাশে বসিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। রোড শো’তে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।