আমাদের ভারত, জলপাইগুড়ি, ২১ ফেব্রুয়ারি: বেঙ্গল সাফারিতে নিয়ে আসা সিংহীর নাম কী রয়েছে সেই রিপোর্ট বৃহস্পতিবারের মধ্যে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে জমা করার নির্দেশ দিল কোর্ট। রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। বুধবার সার্টিক বেঞ্চের সিঙ্গেল বেঞ্চে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে উঠেছিল। মামলাকারী ও সরকার পক্ষের বক্তব্য শুনে বিচারপতি আগামীকাল দুপুর দু’টোর মধ্যে কোর্টের সিঙ্গেল বেঞ্চে হিংহীর কী নাম রয়েছে সেই রিপোর্ট জমা করতে বলা হয়েছে বলে জানলেন সরকার পক্ষের আইনজীবী জয়জিৎ চৌধুরী।
ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছে এক জোড়া পশুরাজ। ত্রিপুরার বিশালগড়ে অবস্থিত সিপাহিজালা জুওলজিকাল পার্ক থেকে গত ১২ ফেব্রুয়ারি বেঙ্গল সাফারি পার্কে পৌঁছয় এই সিংহ দম্পতি। অভিযোগ, সাফারি পার্কে আসা সিংহীর নাম রাখা হয়েছে সীতা। সিংহের নাম রাখা হয়েছে আকবর। আর এই সীতা নামেই তীব্র আপত্তি রয়েছে বিশ্ব হিন্দু পরিষদের। এই কারণে হিংসীর নাম সীতার বদল চেয়ে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্বহিন্দু পরিষদ। এই মামলাটি এ দিন সিঙ্গেল বেঞ্চে উঠেছিল। আদালত তথ্য চেয়ে পাঠিয়েছে।
যদিও বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য সম্পাদক লক্ষ্মণ বনসল বলেন, “১২ ফেব্রুয়ারি বেঙ্গল সাফারিতে একটি সিংহ ও একটি সিংহীকে আনা হয়। সেখান থেকে কোড নম্বর দিয়ে এসেছিল। কিন্তু এখানে আসার পর সিংহ ও সিংহীর নামকরণ করা হয় আকরব ও সীতা। জানোয়ারের নাম এরকম রাখা যায় না। এই কারণে আদালতের দ্বারস্থ হয়েছি। রাজ্য সরকারকে বুধবার দু’টোর মধ্যে তথ্য জমা করার নির্দেশ দিয়েছে।”
এদিকে মামলাকারী পক্ষের আইনজীবী সুদীপ্ত মজুমদার বলেন, “সিংহীর নাম সীতা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। রাজ্য সরকারকে তথ্য জমা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।”