পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ ডিসেম্বর: আজ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ২৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মেদিনীপুর পুলিশ লাইনে। উপস্থিত ছিলেন মন্ত্রী শিউলি সাহা, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, সহ সভাধিপতি অজিত মাইতি, এডিজি অশোক প্রাসাদ, জেলা শাসক খুরশিদ আলি কাদরী, পুলিশ সুপার ধৃতিমান সরকার, বিধায়ক সুজয় হাজরা, দীনেন রায়, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
৪৮টি ইভেন্টে ১৬০০ জন প্রতিযোগী অংশ নেন।আজকের এই পুলিশ ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান মঞ্চ থেকে জেলা পুলিশের নিজস্ব উদ্যোগে আইন শৃঙ্খলা রক্ষার জন্য বিশেষ টকিং ড্রোন- এর উদ্বোধন করেন এডিজি অশোক প্রসাদ।