আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ মার্চ:
পশ্চিম মেদিনীপুর জেলা কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার জেলার গড়বেতা, শালবনি, চন্দ্রকোনা রোডে আলু চাষীদের সঙ্গে কথা বলেন সংগঠনের নেতারা।
তাদের আলু চাষের জমি ঘুরে দেখেন। কিষাণ কংগ্রেস নেতা সৌমিত্র ভট্টাচার্য, তপন দাস, ভৈরব রায়ের নেতৃত্বে সেই প্রতিনিধি দল ক্ষতিগ্রস্থ কৃষকদের সঙ্গে কথা বলেন।
আলুচাষিদের দাবি, অকাল বর্ষণের জেরে আলু চাষের জমিতে ধসা রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। এরজন্য আলু চাষিদের কৃষি ঋণ মকুব করতে হবে। সরকারি সহায়তায় বাকি জমিতে চাষের ব্যবস্থা করতে হবে। কিষাণ কংগ্রেসের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত চাষিদের বক্তব্য জেলা কৃষি দপ্তরের আধিকারিকদের কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন।