পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: প্রতি বছরের মতো, এবছরও পরিবেশ রক্ষা এবং সুস্বাস্থের বার্তা নিয়ে ওয়েস্ট মিডনাপুর সাইক্লার্স ক্লাব তাদের তৃতীয় বর্ষের সাইকেল র্যালি, “সাইক্লোথন দ্য টার্নারী”র আয়োজন করলো।
রবিবার সকালে কলেজ মাঠ থেকে এই সাইকেল র্যালির সূচনা করেন জেলা পরিবহণ আধিকারিক অমিত দত্ত, পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, আন্তর্জাতিক দৌড়বিদ শ্যামাপদ দাস। উদ্যোক্তাদের পক্ষে নবনীতা মিশ্র জানান, পরিবেশ রক্ষার বার্তা দিতে তাঁরা এই র্যালির আয়োজন করেছেন।