সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের গাড়ি থামিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। রবিবার উত্তর ২৪ পরগনার বাগদার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতে কেন্দ্রীয় প্রতিনিধি দলটি আসে এদিন দুপুরে। তাদের আসার খবর পাওয়া মাত্র জড়ো হন গ্রামবাসীরা। পঞ্চায়েতের বিরুদ্ধে আবাস যোজনার দুর্নীতি ও একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ নিয়ে ক্ষোভ উগরে দেন তাঁরা। বিক্ষোভকারীদের মধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীরাও ছিলেন।
স্থানীয় সূত্রের খবর, এদিন দুপুর নাগাদ বাগদার চরমণ্ডল গ্রাম পঞ্চায়েতে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দল৷ পঞ্চায়েতে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ একাধিক বিষয় খতিয়ে দেখার পর গ্রামে ঢুকে বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেয় প্রতিনিধি দল৷ চরমন্ডল এলাকায় মাটি কাটার কাজ দেখে ফেরার পথে একাধিক গ্রামবাসী গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে ক্ষোভ জানায়। গ্রামবাসী মিলন সরকার, সাধনা বিশ্বাসরা বলেন, রাস্তা, বার্ধক্য ভাতা সহ ১০০ দিনের কাজের ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে প্রধানের বিরুদ্ধে। আবাস যোজনার দুর্নীতি নিয়েও সরব হন গ্রামের মহিলারা।
এই বিক্ষোভ নিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের এক সদস্যকে প্রশ্ন করা হলে তিনি ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানান উন্নয়ন নিয়ে প্রধানের বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। প্রধান বিষয়গুলি দেখার আশ্বাস দেন।