flood, west Midnapur, বন্যা পরিস্থিতির মোকাবিলায় সব রকম ভাবে প্রস্তুতি পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন, জানালেন জেলাশাসক

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: ভারি বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার জেরে বন্যা পরিস্থিতি তৈরী হলে তার মোকাবিলায় সব রকম প্রস্তুতি নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। পরিস্থিতির ওপর লাগাতার নজর রাখা হচ্ছে। আজ ঘাটাল মহকুমায় পর্যালোচনা বৈঠক করেন জেলা শাসক, পশ্চিম মেদিনীপুর। ঘাটালের বেশ কয়েকটি এলাকাও পরিদর্শন করেন তিনি।

এরপর সাংবাদিকদের তিনি জানান-
১) এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।
২) ত্রাণ সামগ্রী, ওষুধ, পানীয় জল যথেষ্ট পরিমাণে প্রস্তুত রাখা হয়েছে।
৩) ত্রাণকেন্দ্রগুলিকে প্রস্তুত রাখা হয়েছে।
৪) পরিস্থিতির উপর সতর্ক নজর রাখা হচ্ছে। ২৪ ঘণ্টার জন্য কন্ট্রোল রুম চালু করা হয়েছে। ঘাটাল মহকুমায় কন্ট্রোল রুম নম্বর ০৩২২৫২৫৫১৪৫.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *