flooded, west Midnapur, ঝুমি নদীর জল বাড়ায় ভেসে গিয়েছে একাধিক বাঁশের সাঁকো, জলগ্ন বহু গ্রাম, উদ্ভূত পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ আগস্ট: ফি-বছর বর্ষায় বন্যার কবলে পড়ে ভেসে যায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বিভিন্ন গ্রাম। চলতি বছরেও বাড়তে শুরু করেছে ঘাটালের ঝুমি নদীর জল। ইতিমধ্যেই ডুবেছে নদীর পাড়, ডুবেছে বহু গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা। নদীর পাড়ের গ্রামগুলিতে জল ঢুকতে শুরু করেছে।

ঘাটালের বহুল পরিচিত “মনসুকার চাতাল” দিয়ে কুড়ি থেকে পঁচিশটি গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করে। ঘাটাল শহরের সাথে, যোগাযোগের এটিই একটি গুরুত্বপূর্ণ রাস্তা। ইতিমধ্যেই ঘাটাল ব্লকের দীর্ঘগ্রাম, মনসুকা সহ পার্শ্ববর্তী আরও এক- দুটি গ্রামে জল ঢুকতে শুরু করেছে। কচুরিপানার চাপে ঝুমি নদীর উপর থাকা বাঁশের সাঁকোগুলি ভেঙ্গে গিয়েছে। ঝুঁকিপূর্ণভাবে খরস্রোতা নদীতে নৌকো নিয়ে চলছে পারাপার। গবাদি পশুর প্রাণ রক্ষার জন্য তাদের বাড়ির ছাদে তুলে রাখা হয়েছে। মানুষের সঙ্গে গবাদি পশু সহাবস্থান করতে বাধ্য হচ্ছে। যদিও প্রশাসন উদ্ভূত পরিস্থিতির উপর নজর রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *