আমাদের ভারত, ৩ মার্চ: পশ্চিমবঙ্গের পঠনপাঠনের দুর্দশা নিয়ে মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
সোমবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “পশ্চিমবঙ্গের কলেজগুলি লেখাপড়ার জন্য নয়। ধর্মঘট, বিপ্লব, সংগ্রাম, মানছি না-মানব না, চলছে-চলবে ইত্যাদি কর্মবিমুখ অন্তঃসারশূন্য বামপন্থী চিৎকারের জন্য। এর মধ্যে অগ্রগণ্য ভূমিকা সেই সব তথাকথিত ছাত্রের, যাদের সামনে ছাত্রজীবন শেষ হলে পার্টিবাজি বা তোলাবাজি ছাড়া কোনো ভবিষ্যৎ নেই। যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ও অন্যান্য কলেজের আর্টস ফ্যাকাল্টি।”