Tathagat Roy, Voter list, ভোটার তালিকা থেকে হিন্দু নাম বাদ দেওয়া নিয়ে সরব তথাগত

আমাদের ভারত, ৩ মার্চ: ভোটার তালিকা থেকে হিন্দু নাম বাদ দেওয়া নিয়ে সরব হলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

সোমবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে বলেন যে হরিয়ানা, রাজস্থান ইত্যাদি রাজ্যের বাসিন্দাদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি তাঁর কাউন্সিলরদের সব ভুয়ো নাম চিহ্নিত করে মুছে ফেলার আহ্বান জানিয়েছেন।

‘দাওয়াতে ইসলাম’ খ্যাত জনাব ফিরহাদ হাকিম (এবং অনেকেই বলেন মমতাকে সর্বোচ্চ নেত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার কারণে) এবং অন্যরা তাঁদের কাজে নেমে পড়েন এবং দেখেন যে হরিয়ানার ভোটারদের পরিবর্তে প্রকৃত বাঙালি ভোটারদের নাম মুছে ফেলা হয়েছে। অবশ্যই সব হিন্দুর নাম।” এই অবস্থাতেও পশ্চিমবঙ্গ বিজেপিতে এখনও কোনও পূর্ণকালীন রাজ্য সভাপতি না থাকার বিষয়েও মন্তব্য করেছেন তথাগতবাবু। এই বার্তা তিনি যুক্ত করেছেন বিজেপি-র জাতীয় সভাপতি জেপি নড্ডা এবং বিজেপি-র দলীয় এক্স হ্যান্ডলের সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *