WBSGEF conference, Manas Bhunia, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশনের জেলা সম্মেলনে সংগঠনের নেতৃত্বদের ভর্ৎসনা মানস ভুঁইঞার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ ফেব্রুয়ারি: শনিবার মেদিনীপুরের প্রদ্যোত স্মৃতি ভবনে রাজ্য কর্মচারী ফেডারেশনের পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলনে যোগ দেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা। তিনি বলেন, শুধু মাত্র আমি, আমি করবেন না। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী সমাজের সকল শ্রেণির মানুষের কল্যাণের জন্য কাজ করে চলেছেন। সকলের উন্নয়ন হলেই সমাজের উন্নয়ন হবে। তিনি বলেন, কেন্দ্রের বঞ্চনা স্বত্বেও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন একশো দিনের কাজের শ্রমিকদের বকেয়া টাকা দেবেন। কাজের ক্ষেত্র বাড়িয়েছেন। লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের ভাতা বৃদ্ধি করেছেন, সরকারি কর্মচারীদের পুনরায় ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করেছেন। এরপরও কিছু মানুষ শুধু আমি, আমি করে চলেছেন।

এদিন মন্ত্রী মেদিনীপুরের প্রয়াত প্রাক্তন বিধায়ক মৃগেন মাইতির আবক্ষ মূর্তির উন্মোচন করেন। উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, ফেডারেশনের জেলা সভাপতি শীতল বিদ, তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রথম জেলা সম্মেলনের মঞ্চে উঠেই সংগঠনের নেতৃত্বদের চরম ভর্ৎসনা করলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী তথা সংগঠনের রাজ্য কমিটির চেয়ারম্যান ডাঃ মানস ভুঁইয়া। শনিবার মেদিনীপুর জেলা পরিষদ হলে অনুষ্ঠিত হয় সংগঠনের প্রথম জেলা সম্মেলন। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস ভুঁইঞা। তিনি হলের মধ্যে ঢোকার আগেই দেখতে পান হলের বাইরে সংগঠনের সদস্যদের ইতস্তত ঘোরাফেরা করতে। আর তাতেই চটে যান তিনি। মঞ্চে উঠেই সংগঠনের জেলা সভাপতি শীতল বিদ সহ জেলা নেতৃত্বদের ভর্ৎসনা করে বলেন, এরা কি মেছো মার্কেটের মেম্বার নাকি। শুধু নেতার ভিড়, কর্মী কম। কী করেন আপনারা। একটা সরকারি কর্মচারীদের সংগঠনের কোনো অনুশাসন নেই। তিনি ধমক দিয়ে সব কমিটি ভেঙে দেওয়ার কথা বলেন হুমকির সুরে। তিনি বলেন, এই সংগঠনে কোনো ফক্কড়ি করা চলবে না। এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের দুই সাংগঠনিক জেলা সভাপতি সহ রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত সহ অন্যান্য নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *