স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৮ জানুয়ারি:
ন্যূনতম মজুরি ২১ হাজার ৬০০ টাকা, নির্মাণ শ্রমিকের পরিবর্তে বিদ্যুৎ শ্রমিকের দাবি জানিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক ও ঠিকা কর্মী ঐক্য মঞ্চ কর্মবিরতির ডাক দিল। তারা দুদিন কর্মবিরতি পালন করবে।
প্রসঙ্গত গত ১৪ ডিসেম্বর এবং ২২ জানুয়ারি এই দাবিতে তারা ডেপুটেশন দিয়েছিল। অভিযোগ, সেই সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো সমাধান সূত্র বের না করে তাঁদের উপর পুলিশী হস্তক্ষেপ করেন। ঘটনাস্থল থেকে ৪১ জন বিদ্যুৎ কর্মীকে গ্রেপ্তার করা হয় এবং ডেপুটেশন দিতে গেলে পুলিশি হস্তক্ষেপে প্রায় ২০ জন কর্মী আহত হন।
এরই প্রতিবাদে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ চুক্তিভিত্তিক ঠিকা কর্মী ঐক্য মঞ্চ আগামী ফেব্রুয়ারি মাসের ২ ও ৩ তারিখ কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত নিয়েছে।
তাদের অন্যান্য দাবিগুলো হল, ৬০ বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা দিতে হবে। ঘর ভাড়া সহ বিভিন্ন ভাতা দিতে হবে। কোনও ক্ষেত্রেই কর্মী ছাঁটাই করা চলবে না। স্মার্ট মিটার লাগানোর আগে এটিপি রিডারদের কাজের নিশ্চয়তা প্রদান করতে হবে। ২০০৭ এল ও এ অনুযায়ী কুড়ি শতাংশ চুক্তিভিত্তিক কর্মীর মধ্য থেকে শূন্য পদে নিয়োগ করতে হবে।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে তাদের বঞ্চনার প্রতিবাদে তারা আগামী দুদিন কর্মবিরতির ডাক দিয়েছে। এর ফলে যদি সাধারণ মানুষের বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয় তাহলে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন কোম্পানি তার জন্য দায়ী থাকবে।