বকেয়া বেতনের দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ ভাটপাড়া পৌরসভার সাফাই কর্মীদের

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৮ জানুয়ারি: বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি করে লাগাতার আন্দোলনে সামিল হল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পৌরসভার দুহাজার অস্থায়ী সাফাই কর্মচারী। গত একসপ্তাহ ধরে বকেয়া বেতন মিটিয়ে দেবার কথা ভাটপাড়া পৌরসভার পক্ষ থেকে বলা হলেও টালবাহানা করছে পৌরসভা। এই অভিযোগে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কাজে যোগ না দেবার কথা সাফ জানিয়ে দেন ভাটপাড়া পৌরসভার অসংগঠিত শ্রমিকরা।

এর আগের বিজেপি পরিচালিত পুরবোর্ড সাফাই কর্মীদের বেতন মিটিয়ে দেবার প্রতিশ্রুতি দিলেও রাজ্য সরকারের উদাসীনতার কারণ দেখিয়ে সেই সময় তারাও হাত গুটিয়ে নিয়েছিল। বর্তমানে তৃণমূল পরিচালিত বোর্ডও আগের বোর্ডের সমালোচনায় সরব। তবে সাফাই কর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়া হবে বলে কথা দিয়েছে পৌরসভার পৌর প্রশাসক অরুণ বন্দোপাধ্যায়। যদিও এখনো সাফাই কর্মীদের বকেয়া মেটানো নিয়ে এখনো মেলেনি কোনও সমাধান সূত্র। বৃহস্পতিবার সকাল থেকে পৌরসভার সাফাই কর্মীরা পৌরসভার গেটে বেতনের দাবিতে বিক্ষোভ দেখায়। ফলে কার্যত এদিন সকাল থেকে অচল হয়ে যায় প্রাত্যহিক সাফাই অভিযান।

এই প্রসঙ্গে বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, “ওদের কাছে টাকাই নেই। ওরা কোথা থেকে বেতন দেবে। আমাদের যখন বোর্ড ছিল তখন ওরা আমাদের কোনও টাকাই পাঠায়নি। এখন উন্নয়নও হচ্ছে না, কিছুই হচ্ছে না। নিজেরা লুটে নিচ্ছে। হেরে যাওয়ার ভয়ে কোনও পৌরসভায় রাজ্য সরকার নির্বাচন করছে না।”

ভাটপাড়া পৌরসভার পৌরপ্রশাসক অরুণ বন্দোপাধ্যায় বলেন, “একটা সমস্যা আছে। তবে সাফাই কর্মীদের বকেয়া দ্রুত মেটানোর চেষ্টা চলছে।” এদিকে বিক্ষোভকারী সাফাই কর্মীদের বক্তব্য, “বেতন পেলেই আমরা সঙ্গে সঙ্গে কর্ম বিরতি তুলে নিয়ে কাজ শুরু করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *