আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ ডিসেম্বর: “আর নয় অন্যায়” কর্মসূচিতে বারাসাতে এসে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমন করেন কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, “বাংলায় শুধুমাত্র সংখ্যা লঘু তোষণ হয়। এখানে অবাধে অনুপ্রবেশ কারীরা থাকতে পারে। তৃণমূল ভোট রাজনীতির স্বার্থে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছে।”
শাসকদল তৃণমূলের দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির পাল্টা বিজেপির আর নয় অন্যায় কর্মসূচিতে গৃহ যাত্রা। শনিবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের সত্যনারায়ণ পল্লীতে এই কর্মসূচির সূচনা করেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। এদিন দুপুর বারোটা নাগাদ তিনি সত্যনারায়ণ পল্লীতে এসে কামাখ্যা মন্দিরে পুজো দেন এবং তারপর মন্দির সংলগ্ন বেশকিছু বাড়িতে যান এবং বাসিন্দাদের হাতে আর নয় অন্যায় স্লোগান সংবলিত লিফলেট তুলে দেন।
আজ সকালে বারাসাত রথতলা ময়দানে জমায়েত হন কয়েকশো বিজেপি কর্মী। সেখান থেকে বাইক মিছিল করে কৈলাস বিজয়বর্গীয়কে স্বাগত জানান বিজেপি কর্মীরা। বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় জানান, মানুষের সাথে সংযোগ রক্ষার জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্যে যে অন্যায় ঘটে চলেছে প্রতিদিন সেই অন্যায় প্রতিবাদে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে মানুষকে জাগানোর প্রয়োজন। সেই কারণেই এই আর নয় অন্যায় গৃহ যাত্রা কর্মসূচি পালন।