Junior doctors প্রতিবাদীদের কাছে শুভানুধ্যায়ীদের ঢালাও খাবার

আমাদের ভারত, কলকাতা, ১৩ সেপ্টেম্বর: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলনকারী চিকিৎসকদের জন্য শুভানুধ্যায়ীদের পাঠানো খাবারে উপচে পড়ছে স্বাস্থ্য ভবন-সংলগ্ন ধরনাস্থল। সামাজিক মাধ্যমে ভেসে আসছে তার নানা ছবি।

লোকসঙ্গীত গায়িকা উর্মি চৌধুরী, সাগ্নিক পাল ছবি এবং তথ্যের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, “দক্ষিণ বারাসাত থেকে উনি নিজের চাষের শশা নিয়ে এসেছেন মাথায় করে। বললেন ‘আমার ভাই বোনেরা এই রাস্তায় বসে আছে। ওদের জন্য এটুকু করতে পারব না?’ মনুষ্যত্ব এবং মানুষ তোমারে সেলাম।”

‘ব্যারাকপুর শেয়ার ফর কেয়ার’-এর সম্পাদক
তানিয়া সেনগুপ্ত লিখেছেন, “সাক্ষী রইলাম মানবতার উৎসবের, মহা যজ্ঞের। যাঁরা এখনও দরজায় খিল এঁটে শুয়ে আছেন ‘আমার বাবার কি’ ভেবে, তাঁরা একবার ঘুরে আসুন স্বাস্থ্য ভবন, টুরিস্ট স্পট নয়, তীর্থভূমিতে পরিণত হয়েছে সেক্টর ফাইভ।

জনসাধারণের ভালোবাসা থরে থরে সাজানো। ডান বাম মধ্য কোনোটাই হবার প্রয়োজন নেই, শুধু বিবেকের জানালা খোলা রেখে যান প্লিজ, নয়তো আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার মেরুদন্ড নিয়ে সন্দেহ প্রকাশ করবে! কারন, বেশিদিন আগে না, জাস্ট বছর দুই আগেই মহামারীতে মৃত্যুভয়ে আপনি এই ডাক্তারদেরই ভগবান জ্ঞানে পুজো করেছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *