Bjp, Police “মমতার মাতাল পুলিশ, তবে ডান্ডা কেন তুলিস”, এক্স-বার্তায় মন্তব্য বিজেপি-র

আমাদের ভারত, কলকাতা, ১৩ সেপ্টেম্বর: “এমনই মমতার মাতাল পুলিশ, তবে ডান্ডা কেন তুলিস?” শুক্রবার পুলিশের একটি সার্কুলার-সহ এক্স হ্যান্ডলে এই মন্তব্য করলেন রাজ্য বিজেপি-র সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়।

তিনি লিখেছেন, “হাস্যকর কিন্তু দুঃশ্চিন্তার। রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) এসপি এবং সিপি’দের নির্দেশ পাঠিয়ে বলেছেন, পুলিশ অফিসার, কনস্টেবল, সিভিক পুলিশ, হোমগার্ডসহ রকমারি যত পুলিশ আছে অনেকেই মদ খেয়ে ডিউটি করছে। এটা সহ্য করা হবে না।

এটা বন্ধ করার দায়িত্ব থানার আইসি/ওসির। কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এখন কেন? এমনই তো এক মাতাল সিভিক পুলিশ অভয়াকে ধর্ষণ করে খুন করেছে বলে সংবাদ মাধ্যম দাবি করছে। কলকাতার পুলিশ কমিশনারও জানিয়েছেন। নবান্ন এখন স্বীকার করছে, এমন হাজারো মাতাল পুলিশ ডিউটি করে। জানি না, আবার কি অঘটন ঘটে যায়?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *