“বিজেপির পাগলের প্রলাপ বকছে, এবারের বিধানসভা নির্বাচনে আরও বেশি সংখ্যক আসনে আমরা জয়ী হবো, বললেন চন্দ্রিমা ভট্টাচার্য

আমাদের ভারত, নদিয়া, ৮ জানুয়ারি: বিজেপি কি পাগলের প্রলাপ বকছে সেসব নিয়ে আমাদের কোনও মাথা ব্যাথা নেই। এবারের বিধানসভায় আমরা আরও বেশি সংখ্যক আসন নিয়ে জয়ী হবো, শুক্রবার নদিয়ার কৃষ্ণনগরে একটি সাংগঠনিক সভায় উপস্থিত হয়ে একথা বলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন নদিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয়। আগামী বিধানসভা নির্বাচনে মহিলারা মূলত কিভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে সে বিষয়ে আলোচনা করা হয় এই দলীয় বৈঠকে। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম মহিলা নেত্রী এবং রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমফান দুর্নীতির তদন্ত সম্পর্কে তিনি বলেন, গণতান্ত্রিক দেশে অধিকার আছে তদন্ত করার, যার যেমন ভাবে খুশি তদন্ত করতে পারে। তিনি বলেন, একুশে নির্বাচনে শুধুমাত্র মহিলারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য সরকারে নিয়ে আসবে। বিজেপি পাগলের প্রলাপ বকছে, তা নিয়ে আমাদের কোনও মাথা ব্যাথা নেই, বাংলার মানুষ মমতা ব্যানার্জির ওপর আস্থা রেখেছে এবং আগামী দিনেও রাখবে। ২০১১ সালে আমরা ১৮৭ জন বিধায়ক নিয়ে জয়লাভ করেছি। তারপর যখন ২০১৬-র নির্বাচন হল একসাথে মিলেমিশে এমন একট ভাব করলো যেন মনে হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকবে না, তারপরেও আমরা ২১১ জন বিধায়ক নিয়ে সরকারে এলাম। ২০২১-এর নির্বাচনে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি ২০১৬-র থেকেও বেশি সংখ্যক আসন নিয়ে আমরা সরকারে থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *