‘কাগজ আমরা দেখাব না’-র পালটা, ‘কাগজ আমরা লুকাবো না’ প্রচার বঙ্গ বিজেপির

তারক ভট্টাচার্য
আমাদের ভারত, ১৭ জানুয়ারি: বৃহস্পতিবার রাজ্য সভাপতি পুননির্বাচিত হয়েই দিলীপবাবু দলকে ২১-এ বঙ্গবিজয়ের লক্ষ্য স্থির করে দিয়েছেন। সেই স্থির করা লক্ষ্যভেদ করার প্রথম ধাপ হিসেবে এবার ‘কাগজ দেখাব না’ স্লোগানের পালটা প্রচারে নামল বঙ্গ বিজেপি। সোশ্যাল মিডিয়ায় সমাজের বিভিন্ন পেশার মানুষের ছবি দিয়ে বলানো হয়েছে, ‘কাগজ আমরা লুকাবো না।’ সেই বিভিন্ন পেশার মানুষের মধ্যে যেমন কৃষক, চিকিৎসক রয়েছেন, তেমনই রয়েছেন সেনাবাহিনীর জওয়ানও।

সম্প্রতি বাম-তৃণমূলের সুরে সুর মিলিয়ে রাজ্যে বুদ্ধিজীবীদের একাংশ ভিডিও অ্যালবাম প্রকাশ করেছেন। যেখানে এই শিল্পীরা নানা কথার শেষে সার কথা হিসেবে বলেছেন, ‘কাগজ আমরা দেখাব না।’ সভাপতি পুননির্বাচিত হওয়ার আগের দিন এই শিল্পীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন রাজ্য বিজেপির কান্ডারি দিলীপ ঘোষ। বলেছিলেন, ট্রেনে চাপলে, বিমানে চাপলে এভাবে ওই শিল্পীরা বলতে পারতেন, কাগজ আমরা দেখাব না? পাশাপাশি, অ্যালবামে উপস্থিত এক শিল্পীকে কটাক্ষ করে তিনি বলেছিলেন, বিদেশে গিয়ে তো উনি সোনা চুরি করে ধরা পড়েছিলেন। কাগজ দেখাতে পারেননি। দেশের মাথা বিদেশের মাটিতে হেঁট হয়েছিল।

দলের রাজ্য সভাপতির সেই দিশা মেনে ইতিমধ্যে ওই অ্যালবামের শিল্পীদের বিরুদ্ধে তোপ দাগতেও শুরু করেছেন বিজেপিপন্থী নেটিজেনরা। তাঁরা বলেছেন, এবার থেকে অ্যালবামের শিল্পীদের অভিনীত ছবি দেখার জন্য হলে বিনা টিকিটে ঢুকতে দিতে হবে। হলকর্মীরা জিজ্ঞাসা করলে বলা হবে, ‘কাগজ আমরা দেখাব না।’

1 thoughts on “‘কাগজ আমরা দেখাব না’-র পালটা, ‘কাগজ আমরা লুকাবো না’ প্রচার বঙ্গ বিজেপির

  1. BIKASH KUMAR DEY says:

    কাগজ আমি দেখাবই
    আমার দেশ,আমার প্রাণ,
    প্রয়োজনে দেশ মায়ের পায়ে
    জীবনটাও দেব বলিদান l

Leave a Reply to BIKASH KUMAR DEY Cancel reply

Your email address will not be published. Required fields are marked *