পুলিশ লকআপে বাঁশ দিয়ে পিটিয়ে মারার অভিযোগ, উত্তেজনা মালদায়

আমাদের ভারত, মালদা, ১৭ জানুয়ারি: পুলিশ লকআপে অভিযুক্তের মৃত্যুর অভিযোগ। বাঁশ দিয়ে পিটিয়ে মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মৃত ব্যক্তির নাম বাবলু শেখ। গাঁজা কারবারের অভিযোগে অভিযুক্ত বাবলু শেখ। মালদা জেলার বৈষ্ণবনগর থানার ঘটনা। মারধরের অভিযোগ অস্বীকার পুলিশের। হার্ট অ্যাটাকে মৃত্যু বলে পুলিশ কর্তাদের প্রতিক্রিয়া।

পরিবারের সদস্যরা জানান, মৃতের বিরুদ্ধে কোনও মামলা নেই। বিনা কারনে রাতের অন্ধকারে তাকে পুলিশ গ্রেফতার করে। এরপর পুলিশ তাকে অন্যায় ভেবে মারধর করে। যদি সে দোষী হয় তাহলে তার বিচার হবে। মারধরের কারনে তার মৃত্যু হয়। যে সমস্ত পুলিশ এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদের কঠৌর শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

কালিয়াচক ৩নম্বরের পঞ্চায়েত সদস্য সারিয়াতুল ইসলাম বলেন, আমরা ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসি। সেখানে দেখি তার মৃত্যু হয়েছে। কে আসামী আছে আর কে নেই আর কে পোস্ত চাষ করছে, সেটা পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক। কিন্তু এইভাবে একজন লোককে রাতের অন্ধকারে তুলে নিয়ে নিয়ে এসে মারধর করা এটা ঠিক নয়। আমরা যতটা জানি ওই ব্যক্তি খুব সাদাসিধা লোক। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তার সঙ্গে সঙ্গে যে সমস্ত অফিসার এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। আমরা জেলা পুলিশ সুপারের কাছে আবেদন জানাব যাতে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।

যদিও গোটা বিষয়টি নিয়ে জেলা পুলিশ সুপারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *