সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৭ জানুয়ারি: শাসক দলের দাপুটে এলাকায় এবার অতি সক্রিয় হয়ে উঠল বিজেপি। পুরুলিয়ার কোটশিলা থানার হরতান গ্রামে দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে উত্তাল হল ওই এলাকা। তৃণমূল ছেড়ে বিজেপি করতে হবে এই দাবিতেই অত্যাচারের কৌশল নেয় বিজেপি, বলে তৃণমূলের অভিযোগ।
মধ্য যুগীয় প্রথায় দুই যুবককে বেঁধে মারধর করার অভিযোগ উঠলো পুরুলিয়ার ঝালদা ২ নম্বার ব্লকের হরতান গ্রামে। অভিযোগ ওই গ্রাম জলেশ্বর মাহাত দীর্ঘদিনের তৃণমূল সমর্থক। বৃহস্পতিবার তাঁর ভাই রঞ্জিত মাহাত ও সন্দীপ মাহাতোকে তৃণমূল ছাড়াতে চাপ দেয়। দাবি, এই গ্রামে থাকতে গেলে বিজেপি করতে হবে। সেই দাবি নিয়ে দুই যুবককে প্রায় একঘন্টা খুঁটির সাথে দড়ি ও কাপড় দিয়ে বেঁধে রাখেন বিজেপি কর্মীরা।
খবর পেয়ে জলেশ্বর সিভিক পুলিশ গিয়ে দুই ভাইকে উদ্ধার করে কোটশিলা হাসপাতালে নিয়ে যান। অভিযোগ দায়ের হয় কোটশিলা থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বিজেপির স্থানীয় নেতৃত্ব, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ব্যক্তিগত শত্রুতার জেরে মারধরের ঘটনা ঘটে ওই গ্রামে। ক্ষয়িষ্ণু তৃণমূল রাজনৈতিক রঙ ছড়িয়ে ফায়দা নিতে চাইছে।