‘অশোকনগরকে দ্বিতীয় সিঙ্গুর হতে দেব না’

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ ডিসেম্বর: ‘অশোকনগরকে দ্বিতীয় সিঙ্গুর হতে দেব না,’ আন্দোলন নয়, আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধান করা সম্ভব– কৃষকদের বোঝালেন সিপিএম নেতারা। ওএনজিসি সামনে করা হয় প্রতীকি বিক্ষোভ।

“আন্দোলন নয় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে” এই দাবি নিয়ে কৃষকদের সঙ্গে কথা বলল অশোকনগর কল্যাণগড় পুরসভার সিপিএমের প্রাক্তন বিরোধী দলনেতা সহ কয়েকজন প্রাক্তন সিপিএম কাউন্সিলর। পাশাপাশি ছাত্র-যুবকদের সঙ্গে নিয়ে সিপিএম নেতৃত্ব ওএনজিসির প্রকল্পের সামনে ‘অশোকনগরকে কোনও ভাবেই দ্বিতীয় সিঙ্গুর হতে দেব না’ বলে প্লাকার্ড হাতে স্লোগান দেন। এই মর্মে কৃষকদেরও বোঝানো হয়, এই প্রকল্প অন্যত্র চলে গেলে এলাকার ক্ষতি হবে, আর প্রকল্প এখানে থাকলে এলাকার উন্নয়ন হবে, কর্মসংস্থান হবে। তবে কৃষকদের ক্ষতিপূরণ ও যোগ্যতা অনুযায়ী পরিবার পিছু একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এই দাবিও তোলা হয় সিপিএমের তরফে। প্রকল্পের পক্ষে তারা রয়েছে, তবে কৃষকদের দাবি যাতে মানা হয় তা দেখবেন। এদিন সিপিএমের তিন সদস্যের এক প্রতিনিধি দল ওএনজিসির এই প্রোজেক্টের দায়িত্বে থাকা এক আধিকারিকের সঙ্গেও কথা বলেন। পরে সিপিএমের ওই প্রতিনিধি দলের তরফে জানানো হয় ওএনজিসি কৃষকদের স্বার্থ এবং দাবি-দাওয়া নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে খুব দ্রুতই আলোচনা করবে।

প্রসঙ্গত গত মাসেই কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী সাংবাদিকদের জানান উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাইগাছি এলাকায় ভূগর্ভস্থ সম্পদ পাওয়া গিয়েছে। যদিও ওএনজিসি ২০০৯ সাল থেকে এই এলাকায় মাপজোক ও প্রাকৃতিক সম্পদের অনুসন্ধানের কাজ করছিল। ২০১৭সালে রাজ্য সরকারের কাছ থেকে প্রায় সাড়ে চার একর জায়গা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে। সম্প্রতি সর্বশেষ পরীক্ষার পর অশোকনগরের এলাকায় প্রাকৃতিক গ্যাস ও তেলের সন্ধান পাওয়া গিয়েছে বলে জানতে পেরেছে অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের আধিকারিকরা। তাই ONGC-র তরফে নতুন করে রাজ্য সরকারের কাছে আরও ১২ একর জমি চাওয়া হয়েছে। তবে সরকারি জমি ও শর্ত সাপেক্ষে চাষ করা এলাকার চাষীরা ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে আন্দোলন শুরু করায় কিছুটা হলেও প্রকল্পের কাজ খুব ধীরগতিতে চলছে। ইদানিংকালে ওএনজিসির তরফে কৃষকদের নিয়ে কোনও আলোচনা করা হয়নি বলে অভিযোগ কৃষকদের। কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ দিয়ে যাতে প্রকল্পের কাজ বাস্তবায়িত হয়, সেটাই চাইছেন এলাকার সিপিএম নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *