আশিস মণ্ডল, রামপুরহাট, ৩ ডিসেম্বর: খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে এবার পথে নামল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ছাত্র ফেডারেশন। মেলা বন্ধের দাবিতে বৃহস্পতিবার তারা রামপুরহাট মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেয়।
প্রসঙ্গত, শতাব্দী প্রাচীন হাইস্কুল খেলার মাঠে দীর্ঘদিন ধরে মেলা করে আসছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রামপুরহাট হাইস্কুলের পরিচালনা সমিতির মনোনীত সভাপতি আরশাদ হোসেন ঘনিষ্ঠ ওই সংস্থাকে একতরফা মেলার ছাড়পত্র দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এমনকি স্কুলের প্রাচীর ভেঙ্গে ওই আরশাদ হোসেন দোকান ঘর নির্মাণের চেষ্টা করেছিল। কিন্তু শহরের মানুষ তার সেই কর্মকাণ্ডে জল ঢেলে দেয়। স্কুলের প্রাক্তন ছাত্র, কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় ঠিক হয় খেলার মাঠে মেলা করা যাবে না। সেই নির্দেশকে উপেক্ষা করে ১৪ ডিসেম্বর মেলা করার ছাড়পত্র পাইয়ে দেন আরশাদ হোসেন। তারই প্রতিবাদে গর্জে ওঠে প্রাক্তনী থেকে আপামর মানুষ।
এদিন মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিয়ে যুব ফেডারেশনের জেলা সভাপতি অমিতাভ সিংহ বলেন, “কোন মতে মেলা করতে দেওয়া হবে না। প্রাথমিকভাবে আমরা মহকুমা শাসকের কাছে আবেদন জানালাম। তাতেও কাজ না হলে বৃহত্তর আন্দোলনে নামব”।