Sukanta, BJP, সুবিচার পাবো, পথ দেখাবে সুপ্রিম কোর্ট, আর জি কর মামলা পিছিয়ে গেলেও শীর্ষ আদালতের উপর আস্থা প্রকাশ সুকান্তর

আমাদের ভারত, ৭ নভেম্বর: আর জি কর মামলা সুপ্রিম কোর্টে দু’দিন পিছিয়ে গিয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি চলছে। পরপর দু’দিন মামলার শুনানি না হওয়ায় বাংলার বিভিন্ন অংশে হতাশা দেখা দিয়েছে। এ বিষয়ে সুপ্রিম কোর্ট পথ দেখাবে বিভ্রান্ত করবে না, বলেই বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদার বলেন, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে “আমরা কিছু বলতে পারি না। তবে সুপ্রিম কোর্টের কাছে আশা করব খুব তাড়াতাড়ি আমরা সুবিচার পাবো। সুপ্রিম কোর্ট সঠিক দিক নির্দেশ করবে। এটা সুয়োমোটো মামলা। সুপ্রিম কোর্ট যেচে এই মামলা নিয়েছে। স্বতপ্রণোদিত মামলা চলছে সেখানে।” তিনি আরো আরো বলেন, আশা থাকবে সুপ্রিম কোর্ট পথ দেখাবে বিভ্রান্ত করবে না।

মহিলাদের উপর নির্যাতন, অসম্মান করা নিয়ে রাজ্যের বিভিন্ন অংশে চর্চা চলছে। এই পরিস্থিতিতে রাজ্যের মন্ত্রী ববি হাকিম হাড়োয়া থেকে প্রার্থী রেখা পাত্রকে কুৎসিত শব্দ প্রয়োগ করে আক্রমণ শানিয়েছেন। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। এই প্রসঙ্গে ববি হাকিমকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন, “ববি হাকিম যে সংস্কৃতির লোক সেই সংস্কৃতিতে মহিলাদের এই ধরণের কথাই বলা হয়।

উস্কানিমূলক মন্তব্য করেছেন সুপার স্টার মিঠুন চক্রবর্তী। তার বিরুদ্ধে তৃণমূলের তরফে মামলা করা হয়েছে। আবারও মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে একই কারণে আরো একটি অভিযোগ দায়ের হয়েছে থানায়। তা নিয়ে ক্ষোভ প্রকাশ প্রকাশ করে একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি মনে করিয়েছেন এর আগেও মিঠুন চক্রবর্তীর একটি সিনেমার ডায়লগ নিয়ে তৃণমূল কংগ্রেস জল ঘোলা করেছিল। এবার আবার চেষ্টা করছে। ক্ষমতা থাকলে মিঠুন চক্রবর্তীর গায়ে হাত দিয়ে দেখাক। বাংলার মানুষ সঠিক জবাব দিয়ে দেবে।”

এদিকে ৩৭০ ধারা ফিরিয়ে আনা নিয়ে জম্মু-কাশ্মীর বিধানসভায় ধুন্ধুমার পরিস্থিতি হয়েছে। এ বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, ৩৭০ ধারা ফিরিয়ে আনা সম্ভব নয়। সেটি ফিরিয়ে আনার জন্য জম্মু-কাশ্মীর বিধানসভায় যদি প্রস্তাব এসে থাকে তার বিরোধিতা বিজেপি করছে ও আগামী দিনেও করবে। তাঁর স্পষ্ট বক্তব্য, “আমরা মনে করি ৩৭০ ধারা ফিরিয়ে আনা উচিত নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *