পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ নভেম্বর: সাত লক্ষ টাকা ব্যয়ে তৈরী শ্মশানের চুল্লি পড়ে রয়েছে তিন বছর ধরে। পরিকল্পনাহীন ভাবে তৈরি হওয়ায় ব্যবহার করতে পারছেন না এলাকার মানুষ। তাই বাধ্য হয়ে নদীর পাড়ে চলছে শব দাহ বা মৃতদেহ পোড়ানোর কাজ। এর জন্য সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের। দ্রুত শ্মশানের চুল্লি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের পার্বতীচক গ্রামে।
২০২০/২১ অর্থবর্ষে ৭ লক্ষ টাকা ব্যয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতি নির্মাণ করেছিল এই শ্মশানের চুল্লি। তিন বছর কেটে গেলেও এখনো স্থানীয়রা কোনো পরিষেবা পাচ্ছেন না। তাই বাধ্য হয়ে ঝুমি নদীর পাড়ে পোড়ানো হচ্ছে দেহ। পার্বতীচক গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বারবার পঞ্চায়েত সদস্য ও গ্রাম পঞ্চায়েতে জানিয়েও কোনো কাজ হয়নি। দ্রুত শ্মশানের চুল্লি নতুন করে সংস্কারের দাবি তুলছেন তারা।
ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ কর অবশ্য সমস্ত অভিযোগ স্বীকার করেছেন। তবে বিকাশবাবুর দাবি, স্থানীয় পঞ্চায়েত সদস্য ও গ্রাম পঞ্চায়েত দেখভাল না করার ফলে এই সমস্যা হয়েছে। দ্রুত সংস্কারের কাজ করে এলাকার মানুষকে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হবে। এখন দেখার কত দ্রুত শ্মশানের চুল্লির সংস্কার করে ঘাটাল পঞ্চায়েত সমিতি।