Arjun Sing, Bjp ‘বিজেপিতে পাল্টিবাজ চাই না,’ অর্জুন সিংয়ের নাম না করে ব্যারাকপুরে পোস্টার

আমাদের ভারত, নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর, ১৩ মার্চ: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পার্থ ভৌমিক’কে তৃণমূলের প্রার্থী ঘোষণা করার পর থেকেই জোর জল্পনা চলছে সাংসদ অর্জুন সিং এর তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই সাংসদ অর্জুন সিং এর কার্যালয় থেকে খুলে ফেলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি, পোস্টার। লাগানো হয়েছে প্রধান মন্ত্রীর ছবি। অর্জুন সিং বারবার বলছেন তিনি তৃণমূলে গিয়ে ভুল করেছেন। এমন কি তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকর বিরুদ্ধে ভোটের ময়দানে লড়াই করার কথাও জানিয়েছেন।

তবে অর্জুন সিং এর আবার বিজেপিতে ফিরে আসার জল্পনা’কে মোটেও ভালো চোখে দেখছে না ব্যারাকপুর বিজেপির একাংশ। তাই বুধবার সকাল হতেই ব্যারাকপুর স্টেশন ও তার আশেপাশে অর্জুন সিং এর বিজেপিতে ফেরত না নেওয়ার জন্য পোস্টার পড়তে দেখা গেলো। যদিও অর্জুন সিং এর নাম না করে ওই পোস্টারে লেখা বিজেপিতে পাল্টিবাজ চাই না, বিজেপিতে দল বদলুর স্থান নেই, পাল্টিবাজ আর নয়।

যদিও এই বিষয়ে বিজেপি ব্যারাকপুর সংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় জানান, এই ধরনের কোনও কাজ বিজেপি সংগঠন করে না। আমাদের দলের সমস্যা দলের মধ্যে আলাপ আলোচনা করা হয়। আর আমাদের প্রার্থী দলের কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করেন। এই ধরনের পোস্টার স্থানীয় কেউ মেরে থাকতে পারে, বা তৃণমুলের কেউ মেরে থাকতে পারে। এসব বিজেপির কর্মীরা করে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *