youth, missing, bishnupur, Jangarjan meeting, জনগর্জন সভায় যোগ দিতে গিয়ে নিখোঁজ বিষ্ণুপুরের যুবক

আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ মার্চ: গত রবিবার তৃণমূলের ব্রিগেডের জনগর্জন সভায় যোগ দিতে বেরিয়ে নিঁখোজ বিষ্ণুপুর শহরের এক যুবক। সেই দিন থেকে তার খোঁজ না পেয়ে পরিবারের লোকেরা চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন।

বিষ্ণুপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের গোপালগঞ্জ লোহারপাড়ার বাসিন্দা বাপি লোহার গত ৯ মার্চ বন্ধুদের সঙ্গে তৃণমূলের জনগর্জন কর্মসূচিতে যোগদানের জন্য ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হয়। বিষ্ণুপুর রেলস্টেশন থেকে ট্রেন ধরে ১০ মার্চ তৃণমূলের জনগর্জন সভায় যোগ দেয় বলে দাবি পরিবারের। পরিবারের আরও দাবি, একাধিকবার ফোনে তার সাথে কথাও হয়েছে। ব্রিগেড সভা শেষে বাড়ি ফিরবেন বলে সে জানায়। বাপির স্ত্রী ঝঠনা লোহারের দাবি, ১০ মার্চ দুপুর সাড়ে তিনটের সময় শেষবারের মতো কথা হয়েছিল। তখন বাপিবাবু তাকে জানায় যে সে রাতের মধ্যেই ঘরে ফিরবে। সন্ধেয় ফের তাকে ফোন করা হলে ফোন ধরে তার এক বন্ধু। তিনি জানান, হাওড়া প্ল্যাটফর্ম থেকে ট্রেনে চাপার আগে বাপিবাবু অসুস্থ হয়ে পড়ে।তাকে প্ল্যাটফর্মে রেখে জল আনতে গিয়েছিলেন তাঁরা। জল নিয়ে এসে আর বাপিকে খুঁজে পাননি তারা। বহু খোঁজাখুঁজি করার পর তাকে না পেয়ে বন্ধুরা ফিরে আসেন বাড়িতে।

স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে বাপি লোহারের স্ত্রী এবং পরিবারের লোকজন স্থানীয় কাউন্সিলরের কাছে যান। রাতভর খোঁজাখুঁজি করার পর কাউন্সিলরের নির্দেশে পরের দিন সকালে বিষ্ণুপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। অভিযোগ পেয়ে তদন্ত নামে পুলিশ। চার দিন পেরিয়ে গেলেও এখনও বাপি লোহারের কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে বাপি লোহারের পরিবারে স্ত্রী ছেলেমেয়ে ও বৃদ্ধা মা অসহায় হয়ে পড়েছেন। এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে বাপি লোহার ঘরে ফিরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *