আমাদের ভারত, ২৩ সেপ্টেম্বর: ধর্ষণের ঘটনার তদন্ত করছে সিবিআই, কিন্তু সেই তদন্ত কতদূর এগুলো? ঘটনা কিনারায় কি পৌঁছতে পারবেন তদন্তকারীরা? টেলিভিশনের পর্দা থেকে চায়ের দোকান সর্বত্র এটা নিয়েই চর্চা চলছে। আর এই চর্চার একটাই কারণ, ঘটনার পর থেকে বারবার তথ্য-প্রমাণ লোপাটের অভিযোগ উঠে এসেছে। আর এই পরিস্থিতিতে সুকান্ত মজুমদারও একই প্রশ্ন তুলেছেন। রাজ্য বিজেপির সভাপতির কথায়, তথ্য প্রমাণ না থাকলে সিবিআই কি করবে? কিছু করার নেই।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তদন্ত তথ্য প্রমাণের উপর হয়। আর তথ্য প্রমাণ না থাকলে সিবিআই হোক বা এফবিআই, কেউ কাউকে গ্রেপ্তার করতে পারবে না। সব তথ্য প্রমাণ মিটিয়ে দিয়েছে। সেই জন্যেই আমরা খুব চিন্তিত। আদৌ আসল অপরাধীরা ধরা পড়বে কিনা সেটাই বড় প্রশ্ন। তথ্য প্রমাণ না থাকলে সিবিআই কী করবে? কিছু করার নেই।
তাঁর বক্তব্য, যে এলাকায় ক্রাইম হয়েছে সেখানে যদি হাজার জন পা মারিয়ে দেয় জুতোর ছাপ যদি এক হাজার জনের পাওয়া যায়, সেখানে তথ্য প্রমাণ কিছু থাকে না। কোনো কিছুই তো বাদ দেয়নি। মেয়েটির চাদর তিন বার পরিবর্তন হয়েছে। সবুজ, লাল, নীল, একেকবার একেক জন এক এক রকম বলছে। কি হয়েছে ভগবান জানে!
অভয়ার তদন্ত ও মামলার দিকে তাকিয়ে আছে রাজ্যবাসী। প্রতিদিন তদন্তের নতুন মোড়ের অপেক্ষা। কিন্তু সেই আশা কী ক্ষীণ হয়ে যেতে বসেছে তথ্য প্রমাণের অভাবে? এই আশঙ্কাই এখন সকলের মনে।