কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: বর্তমানে ঘাটাল মাস্টার প্ল্যান মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হয়নি। আর এর আগে সিপিএমের জন্য হয়নি। সোমবার ঘাটালে বন্যা পরিদর্শনে এসে এই কথাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন এবং সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলেন। বন্যা দুর্গত মানুষদের হাতে ত্রাণ তুলে দেন।
শুভেন্দুবাবু অভিযোগ করেন, বন্যার ত্রাণে সরকারের ভূমিকা নেই। গ্রামে গ্রামে বাড়িতে যান দেখবেন চাল নেই, বেবি ফুড নেই পানীয় জল নেই। ঘাটালের সাংসদ দেবের উদ্দেশ্যে তিনি বলেন, রবিবার শুটিং বন্ধ ছিল, তাই উনি এখানে এসেছিলেন। এদিন তিনি আরও বলেন, ত্রাণ নিয়ে সিপিএম রাজনীতি করেনি। তখন পঞ্চায়েতের প্রতিনিধি, বিরোধী দলনেতা ও বিডিওদের নিয়ে কমিটি করে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ত্রাণ দেওয়া হতো। বিভিন্ন এনজিও এবং ক্লাবের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বন্যা দুর্গত এলাকায় ত্রাণ কার্যে এগিয়ে আসুন। শুভেন্দুবাবুর অভিযোগ, মানুষ ঠিকমতো ত্রাণ পাচ্ছে না। তেমনি গো খাদ্যের অভাব আছে, গবাদি পশুগুলো কয়েকদিন খাবার পায়নি।
শুভেন্দু এদিন বলেন, নির্মল ঘোষকে ধরলে মমতা ব্যানার্জি চলে আসবেন। নির্মল ঘোষকে রিমান্ডে নিয়ে একটু আপ্যায়ন করে মোবাইল চেক করলেই সব ধরা পড়বে।
এদিন শুভেন্দু অধিকারী ঘাটাল থেকে দাসপুরের কয়েকটি বেশ কিছু এলাকায় বন্যা পরিদর্শনে যান।