পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: আর জি কর- এর খুনের মানলার শাস্তি ঘোষণায় খুশি নয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা।
এদিন রাতে, মেদিনীপুর মেডিকেল কলেজে অবস্থান বিক্ষোভের মাঝেই তারা মোমবাতি জ্বালিয়ে সহকর্মীর প্রতি শ্রদ্ধা জানান। তারা বলেন, “আমরা ক্ষতিপূরণ চাই না, আমরা অভয়ার মায়ের সঙ্গে সহমত।” বাকি অপরাধীদের শনাক্ত করে তাদের শাস্তির দাবি করলো জুনিয়র ডাক্তাররা।